Pollution Under Control Certificate | বাড়ি বসেই পেতে পারেন গাড়ির পলিউশন সার্টিফিকেট!

Tuesday, May 2 2023, 1:12 pm
highlightKey Highlights

গাড়ির পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট না থাকলেই হতে পারে জরিমানা থেকে কারাদণ্ড! জানুন অনলাইন বা অফলাইন কীভাবে আবেদন করতে পারবেন পিউসি শংসাপত্রের জন্য।


আপনার গাড়ি বা মোটরসাইকেলের পলিউশন সার্টিফিকেট (Pollution certificate) না থাকলে পড়তে পারেন বড় বিপদে। গাড়ির অন্যান্য কাগজপত্রের মতো খুবই গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট। যা না থাকলে হতে পারে বহু টাকার জরিমানা। বেশ কিছু রাজ্যে আবার কারাদণ্ডের মতো কড়া শাস্তি দেওয়া হয়ে এই ক্ষেত্রে। 

কি ধরণের গাড়ির পলিউশন সার্টিফিকেট প্রয়োজন, এই সার্টিফিকেট না থাকলে কী কী জরিমানা হতে পারে এবং কীভাবেই বা আবেদন করবেন পলিউশন সার্টিফিকেটের জন্য, রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে বিপদে পড়ার আগে একবার চোখ বুলিয়ে নিন। 

পলিউশন সার্টিফিকেট না থাকলে পড়তে পারেন বড় বিপদে
পলিউশন সার্টিফিকেট না থাকলে পড়তে পারেন বড় বিপদে
Trending Updates

পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট | Pollution under control certificate : 

পিউসি বা পলিউশন আন্ডার কন্ট্রোল (PUC) সার্টিফিকেশন নির্ধারণ করে যে কোনও গাড়ি থেকে বেরোনো ধোঁয়ার মাত্রা ভারত সরকারের দ্বারা নির্ধারিত দূষণ নিয়ন্ত্রণের মান পূরণ করে কিনা। বিশেষজ্ঞদের মতে সমস্ত যানবাহনকে আইন অনুযায়ী পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট দিয়ে প্রত্যয়িত হতে হবে কারণ এটি দেশের পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সাহায্য করবে। গাড়ি থেকে নির্গম হয় অতিরিক্ত পরিমানে কার্বন মনোক্সাইড। যা পরিবেশকে দূষণ করার সঙ্গে সঙ্গে ক্ষতি করে মানব শরীরেও। যার ফলে পরিবেশ এবং মানবজীবন রক্ষা করতে সমস্ত গাড়ির পিউসি খুবই গুরুত্বপূর্ণ।

পিউসি সার্টিফিকেশন ভারতে বাধ্যতামূলক
পিউসি সার্টিফিকেশন ভারতে বাধ্যতামূলক

পিউসি না থাকার জন্য জরিমানা | Penalty for not having PUC : 

১৯৮৮ সালের মোটর যানবাহন আইন অনুযায়ী পলিউশন আন্ডার কন্ট্রোল শংসাপত্র বাধ্যতামূলক করা হয় ভারতে। দ্য মোটর ভেহিকেলস অ্যাক্ট (The Motor Vehicles Act) অনুসারে, ভারতে গাড়ি চালানোর জন্য একটি পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই আইন না মানলে ১৯০(২) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যদিও দেশের রাজ্যভেদে এই জরিমানা বা শাস্তি নির্ভর করছে।

 পিউসি সার্টিফিকেট না থাকলে জরিমানা ১০ হাজার টাকা
 পিউসি সার্টিফিকেট না থাকলে জরিমানা ১০ হাজার টাকা

পিউসি-র জন্য আবেদন | Application for PUC : 

আপনার চার চাকা বা দু চাকার গাড়ির জন্য পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট পেতে পারেন অনলাইন ও অফলাইন এই দুই উপায়ে।

অফলাইন প্রক্রিয়া | Offline process :

অফলাইনে যানবাহনের জন্য পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট পেতে মেনে চলুন এই সকল ধাপ।

  •   ধাপ ১: আপনার দু চাকার হোক কিংবা চার চাকার গাড়িকে নিয়ে যান নিকটতম নির্গমন পরীক্ষা কেন্দ্রে।
  •   ধাপ ২: সেখানে টেস্টিং সেন্টার অপারেটর গাড়ির নিষ্কাশন পাইপের ভিতরে টেস্টিং ডিভাইস স্থাপন করে নিষ্কাশন নির্গমন বিশ্লেষণ করবে।
  •   ধাপ ৩: অপারেটর নির্গমন রিডিংয়ের সাথে তৈরী করা হবে পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট।
  •   ধাপ ৪: এরপর প্রযোজ্য ফি বা টাকা দিলেই পেয়ে যাবেন আপনার গাড়ির দূষণ শংসাপত্র।
পিউসি সার্টিফিকেট পেতে পারেন আপনার নিকটতম নির্গমন পরীক্ষা কেন্দ্রে
পিউসি সার্টিফিকেট পেতে পারেন আপনার নিকটতম নির্গমন পরীক্ষা কেন্দ্রে

অনলাইন প্রক্রিয়া Online process :

অনলাইনে যানবাহনের জন্য পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট পেতে  মেনে চলুন এই সকল ধাপ।

  •   ধাপ ১: প্রথমেই পরিবহণ বিভাগের ওয়েবসাইট https://puc.parivahan.gov.in -এ যান৷ এখানে PUC সার্টিফিকেট অপশনে ক্লিক করুন৷
  •   ধাপ ২: এর পর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং কনফারমেশন কোড দিন৷
  •   ধাপ ৩: পিইউসি ডিটেলস (PUC Details) -এ ক্লিক করুন এবং এখানে গাড়ি যে বছরে তৈরি হয়েছে এবং ফুয়েল টাইপ (fuel type) লিখে দিন৷
  •   ধাপ ৪: দূষণ শংসাপত্র প্রিন্ট বা ডাউনলোড করুন।

নির্গমন পরীক্ষা কেন্দ্র সহ, লাইসেন্সকৃত স্বতন্ত্র নির্গমন পরীক্ষা কেন্দ্র বা কম্পিউটারাইজড পরীক্ষার সরঞ্জাম সহ অনুমোদিত নির্গমন পরীক্ষা কেন্দ্র থেকে পেয়ে যাবেন পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট।

পিউসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন অনলাইনেও
পিউসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন অনলাইনেও

পিউসি সার্টিফিকেট চার্জ | PUC Certificate Charges :

এই সার্টিফিকেট ফি নির্ভর করে গাড়ি দু চাকা অর্থাৎ বাইক বা চার চাকা অর্থাৎ গাড়ি কিনা। ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ফি নেয়াও হতে পারে এই ক্ষেত্রে। গাড়ির ধরণ ছাড়াও গাড়ি কি প্রকার জ্বালানী দিয়ে চলে তারওপরেও নির্ভর করে। পাশাপাশি রাজ্য ভিন্নতার ক্ষেত্রেও এই ফি নির্ভর করে।

অনলাইনে আবেদন করা যাবেনা পিউসি সার্টিফিকেটের পুনর্নবীকরণের জন্য
অনলাইনে আবেদন করা যাবেনা পিউসি সার্টিফিকেটের পুনর্নবীকরণের জন্য

উল্লেখ্য, দূষণ শংসাপত্র পুনর্নবীকরণ করার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। এর জন্য আপনার গাড়িটির নির্গমন পরীক্ষা করতে হবে যা আপনি নিকটতম নির্গমন পরীক্ষা কেন্দ্রে (emission testing center) করতে পারেন।

ট্রাফিক আইন মেনে চলতে ও পরিবেশের দূষণ রোধ এ নিজের ভূমিকা সঠিক রাখতে একবার আপনার গাড়ি বা মোটরসাইকেলের পলিউশন সার্টিফিকেট যাচাই করে নিন |




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File