সেলিব্রিটি

'ভবানীপুর থেকে প্রার্থী করতেই সৌরভকে বোর্ড সভাপতি করেছিল BJP', বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র

'ভবানীপুর থেকে প্রার্থী করতেই সৌরভকে বোর্ড সভাপতি করেছিল BJP', বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র
Key Highlights

BCCI সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরানোর প্রসঙ্গে এবার সরব হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি কী বলছেন তা জেনে নেওয়া যাক

BCCI প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  নাম সরানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। BJP-র বিরুদ্ধে ‘প্রতিহিংসার’ অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে। এই পরিস্থিতিতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এক বিস্ফোরক মন্তব্য করলেন।

ভবানীপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা ছিল BJP-র আসল উদ্দেশ্য, এমনটাই মন্তব্য করলেন মদন মিত্র। এখানেই শেষ নয়, মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ টেনে এনে তিনি বললেন, “সৌরভ এবং মিঠুন মোটেও এক ব্যক্তি নন। আমরা দাদার পাশে রয়েছি।”

মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনিকে এবার বোর্ড সভাপতি পদে দেখা যাবে। এই প্রসঙ্গ টেনে মদন মিত্র বললেন, “আমি বলছি না রজার বিনি ক্রিকেট খেলেননি। হাডুডু বা কবাডি নয়, ক্রিকেট থেকেই তাঁর উত্থান। কিন্তু, ক্রিকেট দুনিয়া থেকে হারিয়ে যাওয়া নামকে কেন এই দায়িত্ব দেওয়া হল! আজ শুধুমাত্র শোনানো হচ্ছে যে ICC-র প্রেসিডেন্ট করার জন্য ওঁকে BCCI-এর প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে। কিন্তু, আমরা এটা মনে করি না। আজ যদি রাজনৈতিক কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে কাল বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসনও চালু করে দিতে পারে গেরুয়া শিবির। আজ BJP যা করছে মানুষ তাদের জবাব দেবে। শুধু সময়ের অপেক্ষা।”

যদিও শমীক ভট্টাচার্য এই যাবতীয় ‘ক্রিকেট রাজনীতি’-র প্রসঙ্গে জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “এই সমস্ত কথা বলা মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপমান করা। BJP-র বিরুদ্ধে কুৎসা করার জন্য এই সমস্ত মন্তব্য করা হচ্ছে। আদতে এই কথাবার্তাতে ক্রিকেট প্রেমীরা কষ্ট হবে। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়া কোনও সময় কাম্য নয়।”


Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo