স্বাস্থ্য

Breast Cancer: রক্ত পরীক্ষা করালেই জানতে পারবেন আপনি স্তন ক্যানসারে আক্রান্ত কি না!

Breast Cancer: রক্ত পরীক্ষা করালেই জানতে পারবেন আপনি স্তন ক্যানসারে আক্রান্ত কি না!
Key Highlights

ক্যান্সার শুরু হয় যখন স্তনের সুস্থ কোষগুলি পরিবর্তিত হয় এবং নিয়ন্ত্রণের বাইরে বৃদ্ধি পায়, একটি ভর বা কোষের শীট গঠন করে যাকে টিউমার বলা হয়। এটি এখন রক্ত পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব।

ক্যান্সার এমন একটি মারণ রোগ, যার এখনও পর্যন্ত ঠিক সময় চিকিৎসা শুরু  হলে রোগীর মৃত্যু অনিবার্য। এখন স্তন ক্যানসার সম্পর্কিত কিছু কথা জানা যাক। 

কোনো মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত কি না, এ বার তা এবার একটি রক্তপরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা সম্ভব। ভারতে এই প্রথম চালু হল স্তন ক্যানসার নির্ণায়ক রক্তপরীক্ষা; যদিও বা বিভিন্ন দেশে এই ব্যবস্থা অনেক আগে থেকেই চালু ছিল। 

এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে শুরু হল নতুন রক্তপরীক্ষা যার পোশাকি নাম, ‘ইজি চেক ব্রেস্ট’ (EasyCheck Breast)। স্তন ক্যানসার ধরতে এত দিন ‘ক্লিনিকাল ব্রেস্ট এগ্‌জামিনেশন’ অথবা ম্যামোগ্রাফি ( Clinical breast examination / Mammography) করতে হত। কিন্তু তাতে সমস্যা অনেক। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়ায় পরীক্ষকের সামনে মহিলাদের স্তন সম্পূর্ণ উন্মোচন করতে হয়। বেশিরভাগ রোগীই স্তন সম্পূর্ণ উন্মোচন করে পরীক্ষা করাতে বিব্রত বোধ করতেন। 

জানা যাচ্ছে, রক্তপরীক্ষায় সে ঝঞ্ঝাট আর থাকবে না। এই রক্তপরীক্ষার মাধ্যমে শরীরে স্তন ক্যানসার বাসা বেঁধেছে কি না, তা প্রথমিক পর্যায়েও নির্ণয় করা সম্ভব। বিশেষজ্ঞরা দাবি করছেন, এই রক্তপরীক্ষার ফলাফল ৯৯ শতাংশ ক্ষেত্রেই সঠিক হয়।

গত বছরের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ এই রক্তপরীক্ষাকে অনুমোদন দিয়েছে। ৪০ বছরের বেশি বয়সি মহিলা, যাঁদের শরীরে আপাতভাবে স্তন ক্যানসারের কোনও লক্ষণ নেই, তাঁরাও এই মারণরোগের ঝুঁকি এড়াতে বছরে এক বার নিয়ম করে এই পরীক্ষা করাতে পারেন।

চিকিৎসকদের মতে, এই রক্তপরীক্ষা কিন্তু কোনও ভাবেই ম্যামোগ্রাফির বিকল্প নয়। রক্তপরীক্ষায় ক্যানসারের কোষের হদিস মিললে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়লে রোগ নিরাময় অনেকখানি সম্ভব।

অন্যদিকে এবিষয়ে এক বেসরকারি সংস্থার দাবি, এই রক্তপরীক্ষার মাধ্যমে স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায় ৮০ থেকে ৯০ শতাংশ রোগীকে শনাক্ত করা সম্ভব, আর ক্যানসারের শেষ পর্যায় এই পরীক্ষা ১০০ শতাংশ সঠিক ফলাফল দিতে পারবে। এই রক্তপরীক্ষাটি ভারতে করতে খরচ হবে ৬০০০ টাকা, যা বিভিন্ন ক্লিনিক অনুযায়ী বদল হতে পারে।


Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo