Lok Sabha Election | লোকসভা নির্বাচনের প্রচারে কোনওভাবেই 'ব্যবহার' করা যাবে না শিশুদের! 'জিরো টলারেন্স’ নীতি জারি করলো নির্বাচন কমিশন!

Thursday, February 15 2024, 10:05 am
highlightKey Highlights

লোকসভা নির্বাচনের তারিখ ২০২৪ এখনও চূড়ান্ত না হলেও লোকসভা নির্বাচন নিয়ে বড় নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনোভাবেই যুক্ত করা যাবে না শিশুদের।


লোকসভা নির্বাচন (Lok Sabha Election) এর জন্য প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণা (Election Campaign) বা নির্বাচনের কাজে কোনও ভাবেই কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। কেবল প্রচারের ক্ষেত্রেই নয়, এমনকি বক্তৃতাতেও উল্লেখ করা যাবে না শিশুদের। এই নিয়ে রীতিমতো ‘জিরো টলারেন্স’ নীতি জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই নির্দেশ লঙ্ঘন করলে তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছে কমিশন।

নির্বাচনী প্রচারণায় কোনোভাবেই যুক্ত করা যাবে না শিশুদের
নির্বাচনী প্রচারণায় কোনোভাবেই যুক্ত করা যাবে না শিশুদের

লোকসভা নির্বাচনের তারিখ ২০২৪ (Lok Sabha Election Date 2024) এখনও ঠিক না হলেও নির্বাচন সংক্রান্ত বড় ঘসহনা করলো কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের কাজে কোনও ভাবেই কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। সোমবার কমিশন যে নির্দেশিকা জারি করেছে, তাতে বলা হয়েছে, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে অৰ্থাতন নির্বাচনী প্রচারণাতে (Election Campaign)  শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটা থেকে শিশুদের বিরত রাখতে হবে। নির্বাচন সংক্রান্ত বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। ভোটপ্রচার চলাকালীন রাজনৈতিক নেতারা কোনও শিশুকে কোলে বা হাতে নিয়ে ঘুরতে পারবেন না। ভোটপ্রচারের র‌্যালি বা গাড়িতে কোনও শিশুকে রাখা চলবে না। শুধু প্রচারসভা বা র‌্যালি নয়, ভোট সংক্রান্ত কবিতা, গান, স্লোগান বা বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। কোনও ছবি বা ভিডিওতেও রাজনৈতিক দলের পতাকাবাহক হিসেবে কোনও শিশুকে রাখা চলবে না। উল্লেখ্য,  যে কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।

জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচন (Lok Sabha Election) এর প্রচারে কোনওভাবেই শিশুদের ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশুও উপস্থিত থাকে, তা নির্বাচনী প্রচার হিসাবে গণ্য করা হবে না। সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না বলে জানিয়েছে কমিশন। তবে প্রত্যেক রাজনৈতিক দলকে প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (CLPR) মেনে চলতে হবে। ওই আইনে যা যা বলা আছে, কড়া ভাবে তা মেনে চলতে হবে, নির্দেশ কমিশনের। সেই সঙ্গে তারা নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককেও শিশুদের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ না মানা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে কমিশনের নির্দেশিকায়।

লোকসভা নির্বাচন ২০২৪ নিয়ে বড় নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন
লোকসভা নির্বাচন ২০২৪ নিয়ে বড় নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন

প্রসঙ্গত, সম্প্রতি লোকসভা নির্বাচনের তারিখ ২০২৪ (Lok Sabha Election Date 2024) নিয়ে সম্প্রতি এক বিভ্রান্তির সৃষ্টি হয়। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। ওই বিজ্ঞপ্তিতে থাকা ১৬ ই এপ্রিল লোকসভা নির্বাচন হবে বলে বিভ্রান্তির সৃষ্টি হয়। আসলে ওই বিজ্ঞপ্তি দিল্লির ১১ জন জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশে জারি করা হয়েছিল। লোকসভা নির্বাচনের খবর (Lok Sabha Election News) অনুযায়ী, জাতীয় নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে সূচি দিয়েছে, তা মেনে চলাই এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য। তাতে বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচন, ২০২৪-র জন্য সম্ভাব্য তারিখ হিসেবে কমিশন ১৬.০৪.২০২৪-র কথা বলেছে। এই দিনটি ধরেই ‘ইলেকশন প্ল্যানারে’ নির্বাচন শুরু এবং শেষের তারিখের পরিকল্পনা করা হবে। সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে এ-ও উল্লেখ করা হয়, ওই তারিখটি মাথায় রেখেই ‘ইলেকশন প্ল্যানারে’ বর্ণিত নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম শুরু ও শেষ করতে হবে। শুধু তা-ই নয়, একটি রিপোর্ট, দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানোর কথা বলা হয়। তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতির জন্য ওই তারিখটা ধরে এগোনো হচ্ছে। কিন্তু তারিখটি এখনও চূড়ান্ত নয়।

নির্বাচনের প্রস্তুতির জন্য ১৬ই এপ্রিল তারিখটা ধরে এগোনো হচ্ছে বলে খবর 
নির্বাচনের প্রস্তুতির জন্য ১৬ই এপ্রিল তারিখটা ধরে এগোনো হচ্ছে বলে খবর 

লোকসভা নির্বাচনের খবর (Lok Sabha Election News) অনুযায়ী, ভোটগ্রহণ এক দিনে হবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১১ ই এপ্রিল। সাত দফায় ভোটগ্রহণ হয়ে ১৯সে  মে ভোট প্রক্রিয়া শেষ হয়। ফল প্রকাশ হয়েছিল ২৩ সে মে। ফলে আগামী ১৬ ইএপ্রিল ভোটগ্রহণ শুরুর তারিখ, শেষের তারিখ, না মাঝের তারিখ, তা-ও স্পষ্ট নয়। যদিও বিজ্ঞপ্তিতে থাকা ‘১৬ এপ্রিল’-এর মধ্যে বাস্তবতা খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়, নির্বাচনী আধিকারিকদের ওই দিনটির কথা এই কারণেই জানানো হয়েছে, যাতে তাঁরা ভোট সংক্রান্ত যাবতীয় কাজকর্মের পরিকল্পনা সেরে ফেলতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File