Lok Sabha 2024 | বাংলায় ২৯টি আসন নিয়ে এগিয়ে তৃণমূল! দেশ জুড়ে বিজেপির দখলে ২৯৫টি আসন! দেখুন ভোটের ফলাফল!
লোকসভা ২০২৪ এর ভোট গণনা অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে তৃণমূল এগিয়ে ৩১, বিজেপি ১০ আসনে। ইতিমধ্যেই সবুজ আবিরের খেলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, যে যে আসন গুলোতে বিজেপির জেতার প্রবল সম্ভাবনা ছিল, সেগুলো প্রায় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অন্যদিকে, দেশে ২৪৩টি আসন দখল করেছে গেরুয়া শিবির। কংগ্রেসের দখলে ৯৫ এবং অন্যান্যদের দখলে ২০৫টি আসন।
২৫ বছর পর বহরমপুর কেন্দ্রে পরাজিত অধীর চৌধুরী!
২৫ বছর পর বহরমপুর কেন্দ্রে পরাজিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পরপর ৫ বারে সাংসদ ছিলেন তিনি। ২০১৯-এর নির্বাচনের পর কংগ্রেসের লোকসভার দলনেতাও হয়েছিলেন তিনি। জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটাক ইউসুফ পাঠান। তৃণমূল যেহেতু তারকা প্রার্থীকে টিকিট দিয়েছে, তাই শুরু থেকেই এবার এই আসন নিয়ে জল্পনা ছিল। যদিও অধীরকে বারবার আত্মবিশ্বাসী থাকতেই দেখা গিয়েছে। এই জয় যে ঘাসফুল শিবিরের একটা বড় প্রাপ্তি, তা বলার অপেক্ষা রাখে না।
৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!
পরপর তিনবার বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে নরেন্দ্র মোদির প্রাপ্ত ভোট ৬ লক্ষ ১২ হাজার ৯৭০। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে ১ লক্ষ ৫২ হাজার ৫১৩টি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, গান্ধীনগর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চতুর্থবারের মতো জয়ী শতাব্দী রায়!
বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হলেন শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত মণ্ডল-হীন রাঙামাটির দেশে এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
রায়বরেলিতে ফের 'হাতে'র জয়! ৪ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারালেন রাহুল গান্ধী!
রায়বরেলিতে জয়ী হলেন রাহুল (Rahul Gandhi) তথা গান্ধী পরিবারের তৃতীয় প্রজন্ম। রেকর্ড ৪ লক্ষের বেশি ভোটের ব্যবধানে হারলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। এমনকী গণনার মাঝেই হার স্বীকারও করেন বিজেপি প্রার্থী। নেহরু, ইন্দিরা, সোনিয়ার পর রাহুলকেও জয়ের আস্বাদে স্বাগত জানাল সাই নদীর তীরের বাসিন্দারা। এমনকী সোনিয়া গান্ধীর (দেড় লক্ষের বেশি) চেয়ে বড় ব্যাবধনে জিতলেন রাহুল।
ইতিহাসে প্রথমবার কেরলে খাতা খুলতে পারে বিজেপি!
এখনও পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের থেকে সেটা অনুযায়ী কেরলে খাতা খুলতে পারে বিজেপি। ইতিহাসে প্রথমবার সকলকে চমকে দিয়ে এই রাজ্যে ২ আসনে এগিয়ে বিজেপি। ২ আসনে এগিয়ে সিপিআইএমও। কেরলে রাজীব চন্দ্রশেখর ১১ হাজার ২২৩ ভোটে তিরুবনন্তপুরমে এগিয়ে আছেন শশী থারুরের থেকে। অন্যদিকে ত্রিসুর লোকসভা কেন্দ্রেও বিজেপি জেতার লক্ষ্যে এগোচ্ছে। এখানে তাঁদের প্রার্থী সুরেশ গোপী ৭২ হাজার ৭৬৩ ভোটে সিপিআই প্রার্থীর থেকে এগিয়ে আছেন। তবে অন্যদিকে ত্রিপুরায় কিন্তু বাম এখনও শূন্য অবস্থাতেই আছে। সেখানে ২ টি আসনের দুটিতেই এগিয়ে আছে বিজেপি। বাংলায় সকালের দিকে বাম একটা আসনে এগিয়ে থাকলেও পরে সেটা শূন্য হয়ে গিয়েছে।
লোকসভা ২০২৪-এর নির্বাচনের ফলাফল-
পশ্চিমবঙ্গে কোথায় কে এগিয়ে?
আসন | প্রার্থী | প্রাপ্ত ভোট | রাজনৈতিক দল |
---|---|---|---|
ডায়মন্ড হারবার | অভিষেক ব্যানার্জি | 238641 | টিএমসি |
দম দম | সৌগত রায় | 31105 | টিএমসি |
বালুরঘাট | সুকান্ত মজুমদার <br> | 497630 | বিজেপি |
ঘাটাল | দেব অধিকারী <br> | 824975 | টিএমসি |
কলকাতা দক্ষিণ | মালা রায়<br> | 609502 | টিএমসি |
ব্যারাকপুর | পার্থ ভৌমিক<br> | 513263 | টিএমসি |
কাঁথি | সৌমেন্দু অধিকারী<br> | 610323 | বিজেপি |
কৃষ্ণনগর | মহুয়া মৈত্র<br> | 624711 | টিএমসি |
বসিরহাট | হাজী নুরুল ইসলাম<br> | 772505 | টিএমসি |
যাদবপুর | সায়নি ঘোষ<br> | 717521 | টিএমসি |
তমলুক | অভিজিৎ গঙ্গোপাধ্যায়<br> | 709751 | বিজেপি |
জলপাইগুড়ি | ড. জয়ন্ত কুমার রায়<br> | 763236 | বিজেপি |
ঝাড়গ্রাম | কালিপদ সরেন খেরওয়াল<br> | 734935 | টিএমসি |
দার্জিলিং | রাজু বিস্তা<br> | 693029 | বিজেপি |
পুরুলিয়া | জ্যোতির্ময় সিং মাহাতো<br> | 546160 | বিজেপি |
বনগাঁ | শান্তনু ঠাকুর<br> | 693029 | বিজেপি |
বর্ধমান-দুর্গাপুর<br> | কীর্তি ঝাঁ <br> | 720667 | টিএমসি |
রায়গঞ্জ | কার্তিক চন্দ্র পল<br> | 558644 | বিজেপি |
বাঁকুড়া | অরূপ চক্রবর্তী<br> | 162126 | টিএমসি |
বারাসত | কাকোলি ঘোষদস্তিদার<br> | 103080 | টিএমসি |
বিষ্ণুপুর | সৌমিত্র খান<br> | 149209 | বিজেপি |
বোলপুর | অসিত কুমার মাল<br> | 200287 | টিএমসি |
মথুরাপুর | বাপি হালদার<br> | 96379 | টিএমসি |
মালদহ উত্তর<br> | খগেন মুরমু<br> | 92736 | বিজেপি |
মুর্শিদাবাদ | এমডি সেলিম<br> | 29500 | সিপিএম |
মেদিনীপুর | অগ্নিমিত্র পল<br> | 41441 | বিজেপি |
রানাঘাট | জগন্নাথ সরকার<br> | 61670 | বিজেপি |
বর্ধমান পূর্ব<br> | ড. শর্মিলা সরকার<br> | 156245 | টিএমসি |
শ্রীরামপুর | কল্যাণ ব্যানার্জী<br> | 28141 | টিএমসি |
হাওড়া | প্রসূন ব্যানার্জী<br> | 75965 | টিএমসি |
হুগলি | রচনা ব্যানার্জী<br> | 96049 | টিএমসি |
মালদহ দক্ষিণ<br> | ঈশা খান চৌধুরী<br> | 150673 | INC |
আসানসোল | শত্রুঘ্ন সিনহা<br> | 199419 | টিএমসি |
বীরভূম | শতাব্দি রায়<br> | 142018 | টিএমসি |
আরামবাগ | মিতালি বাগ<br> | 35602 | টিএমসি |
আলিপুরদুয়ার<br> | মনোজ টিগ্গা<br> | 101391 | বিজেপি |
উলুবেরিয়া | সাজদা আহমেদ<br> | 72425 | টিএমসি |
কোচবিহার | নিসিথ প্রামাণিক<br> | 201423 | বিজেপি |
জঙ্গিপুর<br> | খলিলুর রহমান<br> | 49535 | 49535 |
জয়নগর | জয়নগর | 159905 | টিএমসি |
দেশের কোন রাজ্যে কোন দল জিতছে?
পশ্চিমবঙ্গ | AITC- 32 | BJP-9 | INC+0 | INC+0 |
---|---|---|---|---|
উত্তর প্রদেশ | SP+41 | BJP+38 | BSP-0 | OTH-1 |
মহারাষ্ট্র | INC+30 | BJP+17 | OTH-1 | |
বিহার | BJP+33 | RJD+7 | OTH- 0 | |
তামিলনাড়ু | DMK+36 | AIADMK+2 | BJP+1 | OTH-0 |
মধ্য প্রদেশ | BJP-29 | INC+0 | OTH-0 | |
কর্ণাটক | BJP+19 | INC- 9 | OTH-0 | |
গুজরাট | BJP-25 | INC+1 | OTH-0 | |
অন্ধ্র প্রদেশ | TDP+21 | YSRCP-4 | INC+0 | OTH-0 |
রাজস্থান | BJP-14 | INC+11 | OTH-0 | |
ওড়িশা | BJP-18 | BJD-2 | INC-1 | OTH-0 |
কেরল | INC+16 | BJP+2 | CPIM+2 | OTH-0 |
তেলেঙ্গানা | BJP-8 | INC-8 | BRS-0 | OTH-1 |
আসাম | BJP+11 | INC+3 | AIUDF-0 | OTH-0 |
ঝাড়খণ্ড | BJP+10 | JMM+4 | OTH-0 | |
পঞ্জাব | INC- 6 | AAP-3 | BJP-1 | OTH-3 |
ছত্তিশগড় | BJP-9 | INC-2 | OTH-0 | |
হরিয়ানা | INC+6 | BJP-4 | JJP-0 | OTH-0 |
দিল্লি | BJP-6 | AAP+1 | OTH-0 | |
জম্মু ও কাশ্মীর | BJP-2 | JKN-2 | INC-0 | OTH-1 |
উত্তরাখণ্ড | BJP-5 | INC-0 | OTH-0 | |
হিমাচল প্রদেশ | BJP-4 | INC-0 | OTH-0 | |
অরুণাচল প্রদেশ | BJP-2 | INC-0 | OTH-0 | |
দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ | BJP-1 | INC-0 | OTH-1 | |
গোয়া | BJP-1 | INC-1 | OTH-0 | |
মণিপুর | INC-2 | BJP+0 | OTH-0 | |
মেঘালয় | INC-1 | NPEP-0 | OTH-1 | |
ত্রিপুরা | BJP-2 | INC+0 | OTH-0 | |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | BJP-1 | INC-0 | OTH-0 | |
চণ্ডীগড় | INC-1 | BJP-0 | OTH-0 | |
লাদাখ | BJP-0 | INC-0 | OTH-1 | |
লাক্ষাদ্বীপ | INC-1 | BJP-0 | OTH-0 | |
মিজোরাম | BJP-0 | INC-0 | MNF-0 | OTH-1 |
নাগাল্যান্ড | INC-1 | NDPP-0 | OTH-0 | |
পুদুচেরি | INC-1 | BJP-0 | AIADMK-0 | OTH-0 |
সিকিম | SKM-1 | BJP-0 | INC-0 | OTH-0 |
- Related topics -
- লোকসভা নির্বাচন ২০২৪
- রাজনীতি
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- নির্বাচন কমিশন
- লোকসভা নির্বাচন
- দেশ
- রাজ্য
- ভারত
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- কংগ্রেস
- সিপিএম
Contents ( Show )
- ২৫ বছর পর বহরমপুর কেন্দ্রে পরাজিত অধীর চৌধুরী!
- ৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!
- চতুর্থবারের মতো জয়ী শতাব্দী রায়!
- রায়বরেলিতে ফের 'হাতে'র জয়! ৪ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারালেন রাহুল গান্ধী!
- ইতিহাসে প্রথমবার কেরলে খাতা খুলতে পারে বিজেপি!
- লোকসভা ২০২৪-এর নির্বাচনের ফলাফল-
- পশ্চিমবঙ্গে কোথায় কে এগিয়ে?
- দেশের কোন রাজ্যে কোন দল জিতছে?
- পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File