হাওড়া-বর্ধমান শাখায় বাতিল হল একাধিক লোকাল ট্রেন, জানা গিয়েছে প্রায় ১৬ দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল

Friday, October 21 2022, 12:23 pm
highlightKey Highlights

হাওড়া-বর্ধমান শাখায় ১৬ দিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকার জন্য আগামী বছর জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। কোন কোন ট্রেন বাতিল থাকবে জানুন সেই তালিকা


আগামী জানুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় ১৬ দিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। সেজন্য ওই ১৬ দিন হাওড়া-বর্ধমান শাখায় (কর্ড লাইনে) কয়েকটি ট্রেন বাতিল থাকবে। একটি ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করেছে পূর্ব রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ১৬ দিন বর্ধমান ও শক্তিগড় স্টেশনের মধ্যে ডাউন কর্ড লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে সেই ব্লক শুরু হবে। চলবে বিকেল চারটে পর্যন্ত। সেই ৩ টা ৩০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

কবে কবে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর (শনিবার), ২৯ অক্টোবর (শনিবার), ৩ নভেম্বর (বৃহস্পতিবার), ৮ নভেম্বর (মঙ্গলবার), ১২ নভেম্বর (শনিবার), ১৭ নভেম্বর (বৃহস্পতিবার), ২৬ নভেম্বর (শনিবার), ৩০ নভেম্বর (বুধবার), ৫ ডিসেম্বর (সোমবার), ৯ ডিসেম্বর (শুক্রবার), ১৪ ডিসেম্বর (বুধবার), ১৯ ডিসেম্বর (সোমবার), ২৪ ডিসেম্বর (শনিবার, ২৮ ডিসেম্বর (বুধবার), ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং ৯ জানুয়ারি (সোমবার)। 

Trending Updates

কোন কোন ট্রেন বাতিল থাকবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই ১৬ দিন হাওড়া থেকে আপ ৩৭৮২৯ এবং ৩৬৮২৯ লোকাল ট্রেন বাতিল থাকবে। বর্ধমান থেকে ডাউন ৩৭৮৩৬, ৩৬৮৪০ এবং ৩৬৮৪২ লোকাল ট্রেন চলবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File