LinkedIn Facilities | চাকরির সন্ধান ছাড়াও কোর্স, অভিজ্ঞদের পরামর্শ ও আরও চমক লিঙ্কডইন-এ!

Friday, May 5 2023, 3:45 pm
highlightKey Highlights

কেবল চাকরি খুঁজতেই নয়, লিঙ্কডইন থেকে করতে পারেন বিনামূল্যে কোর্সও। জানুন লিঙ্কডইন চমকপ্রদ বৈশিষ্ট্য।


বর্তমানে আমরা প্রায় সকলেই লিঙ্কডইন (LinkedIn) -এর সঙ্গে পরিচিত। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই অ্যাপ্লিকেশন বিশ্বের পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপন করে ও অসংখ্য কোম্পানি দ্বারা চাকরির সুযোগ পাইয়ে দেয় সাধারণ মানুষদের। বিশ্বব্যাপী ২০০ এরও বেশি দেশ এবং অঞ্চলের অসংখ্য কোম্পানি ও ৯৩০ মিলিয়নেরও বেশি সদস্য যুক্ত লিঙ্কডইনের সঙ্গে। তবে আমরা প্রায় সকলের এটাই ধারণা যে, লিঙ্কডইন কেবল মাত্র চাকরি খোঁজার অ্যাপ। এই ধারণা একেবারেই ভুল। লিঙ্কডইন থেকে কোম্পনিগুলির সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ ও চাকরি সম্পর্কে তথ্য বেশি পাওয়া গেলেও এই অ্যাপ্লিকেশনে রয়েছে আরও চমক।

৯৩০ মিলিয়নেরও বেশি সদস্য যুক্ত লিঙ্কডইনের সঙ্গে
৯৩০ মিলিয়নেরও বেশি সদস্য যুক্ত লিঙ্কডইনের সঙ্গে

২০০২ সালে সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানের লিভিং রুম থেকে সূচনা লিঙ্কডইনের। এরপর ২০০৩ সালের ৫ই মে তারিখ আনুষ্ঠানিক ভাবে লিঙ্কডইনের পথচলা শুরু। বর্তমানে লিঙ্কডইনের বিজ্ঞাপন বিক্রয়, নিয়োগের সমাধান থেকে আয়, প্রায় সব কিছুরই নেতৃত্ব করছেন রায়ান রোজলানস্কি (Ryan Roslansky)।

রায়ান রোজলানস্কি <br>
রায়ান রোজলানস্কি <br>

প্রায় ২০ বছর ধরে বিশ্বের বিভিন্ন ছোট বড় পেশাদার কোম্পানির সঙ্গে সাধারণ জনগণের সংযোগস্থল হিসেবে কাজ করছে লিঙ্কডইন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারশিপ (Internship), পার্টটাইম কাজ (Part-Time Work), ফুল টাইম (Full-Time Work) কাজ সবরকমের কাজের খোঁজ পাওয়া যায়। তবে কেবল কাজের সন্ধানই নয়, লিঙ্কডইনে রয়েছে আকর্ষণীয় লার্নিং (learning), স্লাইডশেয়ার (Slideshare) আরও অনেক কিছু। এছাড়াও আপনাকে যোগ্য কাজের জন্য প্রস্তুত করতেও সাহায্য করতে সক্ষম লিঙ্কডইন।

বিভিন্ন রকম কাজের সন্ধান দিতে সক্ষম এই প্ল্যাটফর্ম
বিভিন্ন রকম কাজের সন্ধান দিতে সক্ষম এই প্ল্যাটফর্ম

চাকরির সন্ধান দেওয়া ছাড়াও লিঙ্কডইন যে বিষয়গুলির জন্য ব্যবহার করতে পারবেন | Things You Can Use LinkedIn For Besides Job Hunting : 

ক্যারিয়ার পরামর্শ | Career Advice :

লিঙ্কডইন কেবল মাত্র চাকরির সন্ধানই দেয়না, আপনার ক্যারিয়ার বা চাকরি সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় এই অ্যাপ্লিকেশন। বিশ্বব্যাপী সফল পেশাদাররা লিঙ্কডইনে ক্যারিয়ার (Career) উন্নত করার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নানান পরামর্শ দিয়ে থাকেন, যা আপনি নিজের ক্যারিয়ারে প্রয়োগ করে পেতে পারেন সাফল্য।

অভিজ্ঞদের থেকে কাজ সংক্রান্ত পরামর্শ নিন লিঙ্কডিইনে
অভিজ্ঞদের থেকে কাজ সংক্রান্ত পরামর্শ নিন লিঙ্কডিইনে

লিঙ্কডইনের একটি রিপোর্ট অনুযায়ী, এই সংস্থার সদস্যদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি ব্যক্তি একজন পরামর্শদাতা হতে চান বা ক্যারিয়ার সম্পর্কে সঠিক ও উপকারী পরামর্শ নিতে চান। কিন্তু তারা প্রায়ই বুঝে উঠতে পারেন না কীভাবে এবং কোথার থেকে এই পদ্ধতি শুরু করবেন। আর এই সমস্যার সমাধান করতেই লিঙ্কডইন ' ক্যারিয়ার পরামর্শ' (Career Advice) নামে একটি নতুন ফিচার (feature) বা বৈশিষ্ট্য যোগ করে। যেখানে সহজেই অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং কাজের বিষয়ে প্রতিক্রিয়া, কাজ সম্পর্কে পরামর্শ, কোন কোম্পানিতে যোগদান করা উচিত, কাজ সম্পর্কে যাবতীয় পরামর্শ পাওয়া যায়। তবে বর্তমানে এই ফিচার কোনও কারণ বসত সরিয়ে দেয় লিঙ্কডইন। তবে এখনও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পেতে পারেন অভিজ্ঞদের পরামর্শ। অসংখ্য সফল পেশাদার ও পরামর্শদাতা দৈনন্দিন কাজ সম্পর্কে নানান পরামর্শ ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করে থাকেন লিঙ্কডইন।

লিঙ্কডিইন দ্বারা বৃদ্ধি হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ
লিঙ্কডিইন দ্বারা বৃদ্ধি হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ

যোগাযোগ স্থাপন বৃদ্ধি | Increase Network :

আপনি যদি একজন পড়ুয়া হয়ে থাকেন বা এমন একজন যে সবে সবে চাকরির পথচলা শুরু করতে চায় তাহলে চাকরির জগতে যোগাযোগ স্থাপনের জন্য অন্যতম ও অত্যন্ত ভালো সংস্থা বা সোশ্যাল প্ল্যাটফর্ম হল লিঙ্কডইন। বিশ্বব্যাপী এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অসংখ্য কোম্পনি, পেশাদারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যা আপনাকে কাজের সম্পর্কে জ্ঞান প্রদান করার সঙ্গে সঙ্গে কাজের সন্ধান ও নানান পরামর্শ দিতে সক্ষম। এছাড়াও আপনি যদি শুরু করতে চান নতুন ব্যবসা বা স্টার্টআপ (startup) তাহলেও সাহায্য করবে লিঙ্কডইন। এই অ্যাপ্লিকেশন আপনাকে সাহায্য করবে আপনার স্টার্টআপ পার্টনার (startup partner) খুঁজতে।

একাধিক কোর্স করতে পারেন লিঙ্কডিইনে
একাধিক কোর্স করতে পারেন লিঙ্কডিইনে

কাজের দক্ষতা প্রদর্শন | Demonstrate Work Skills :

বহু সময়ে দেখা যায় অনেকে তাদের কাজের দক্ষতা সঠিকভাবে পেশাদারদের কাছে বা সমাজে প্রকাশ করতে পারছেন না বা বুঝে উঠতে পারছেন না কোথায় তাদের কাজের দক্ষতা প্রকাশ করলে বেশি লাভ হবে। এক্ষেত্রে লিঙ্কডইন হয়ে উঠতে পারে বড় হাতিয়ার। আপনি যদি একজন ব্লগার (blogger) হন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার (social media content creator) হন বা কোনো পরিষেবা-ভিত্তিক সংস্থায় কাজ করেন তাহলে আপনার কাজ প্রদর্শন করার জন্য সেরা প্ল্যাটফর্ম হল লিঙ্কডইন।

লিঙ্কডিইনে প্রকাশ করতে পারেন কাজের দক্ষতা
লিঙ্কডিইনে প্রকাশ করতে পারেন কাজের দক্ষতা

শিখতে পারেন একাধিক কোর্স | Learn Multiple Courses :

বাড়িতে বসেই সহজে বিনামূল্যে কোর্স করতে চান? আজই ডাউনলোড করুন লিঙ্কডইন। চাকরির খোঁজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে চাকরির জন্য প্রস্তুত করা থেকে আপনার পছন্দ মত ও প্রয়োজনীয় কোর্স (course) করতে সাহায্য করবে লিঙ্কডইন। ১৬ হাজারেরও বেশি কোর্স রয়েছে এখানে। এই কোর্সগুলির মধ্যে অনেকগুলিই রয়েছে বিনামূল্যে। এই কোর্সগুলি বিশেষভাবে তৈরী পড়ুয়া ও কর্মরত পেশাদারদের জন্য।

কোম্পানির জন্যও অতুলনীয় লিঙ্কডইন
কোম্পানির জন্যও অতুলনীয় লিঙ্কডইন

পড়ুয়া বা কর্মরতদের জন্যই নয়, লিঙ্কডইন অসংখ্য কোম্পানির জন্যও অতুলনীয় এক প্ল্যাটফর্ম। নিজের কোম্পানি সম্পর্কে জনসমাজে জানাতে, গুগুল সার্চে (Google Search) শীর্ষে যেতে, কর্মী নিয়োগ করতে এরকম নানান কারণে একটি কোম্পানি নির্ভর করে লিঙ্কডইনের ওপর। তবে এটা ভুললে চলবেনা যে লিঙ্কডইন কেবল মাত্র চাকরি সন্ধানের জন্যই নয় ব্যবহৃত হতে পারে আরও নানান বিষয়ের জন্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File