Venezuela-Trump | ‘গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।’-আমেরিকার হাতে বন্দি হয়ে প্রথম কথা বললেন ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট
Sunday, January 4 2026, 3:41 am

Key Highlightsনিউ ইয়র্কের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির অফিসে নিয়ে যাওয়া হচ্ছে মাদুরোকে। সেখানে উপস্থিতদের উদ্দেশে মাদুরো বললেন, ‘গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।
‘নার্কো টেররিজ়ম ষড়যন্ত্র, কোকেন আমদানি সংক্রান্ত ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র দখলের ষড়যন্ত্র’ ইত্যাদির অভিযোগ ওঠে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে রুদ্ধশ্বাস অভিযানে প্রাসাদ থেকে মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘হরণ’ করেছে আমেরিকান সেনা। ট্রাম্প জানিয়েছে, তাঁর বিচার আমেরিকার আইন অনুযায়ী হবে। নিউ ইয়র্কের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির অফিসে উপস্থিতদের উদ্দেশে মাদুরো বললেন, ‘গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।’
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প


