Delcy Rodriguez | ‘ভেনেজুয়েলা কারও দাসত্ব করবে না’-অন্তবর্তী প্রেসিডেন্টের আসনে বসেই ট্রাম্পকে তোপ ডেলসি রডরিগেজের
Sunday, January 4 2026, 5:16 am

Key Highlightsডেলসি সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা কারও দাসত্ব করবে না। অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার গভীর রাতে রুদ্ধশ্বাস অভিযানে প্রাসাদ থেকে মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘হরণ’ করেছে আমেরিকান সেনা। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকেই দেশের অন্তবর্তী প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। কুর্সিতে বসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, “ভেনেজুয়েলা কোনওদিন কোনও সাম্রাজ্যের উপনিবেশ হবে না। কারও দাসত্ব করবে না। মাদুরোই আমাদের একমাত্র নেতা। অবিলম্বে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে।”


