এটিএমে ভয়াবহ জালিয়াতির শিকার, ৬৮ হাজার খোয়ালেন প্রৌঢ়!

Monday, June 20 2022, 4:14 pm
highlightKey Highlights

শুধু এটিএম থেকে নগদ টাকা তোলা নয়, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার টাকার সোনার গয়নাও কিনেছে অভিযুক্ত।


এটিএম জালিয়াতির শিকার হয়ে এবার ৬৮ হাজার টাকা খোয়া গেল এক প্রৌঢ়ের। শুধু এটিএম থেকে নগদ টাকা তোলা নয়, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার টাকার সোনার গয়নাও কিনেছে অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। প্রতারিত প্রৌঢ়ের নাম অনুপ শিকদার। তিনি ক্যানিং বাজারের স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে গত শুক্রবার টাকা তুলতে যান। কিন্তু মেশিনে কিছু সমস্যা থাকায় তিনি টাকা তুলতে পারছিলেন না।

সেই সময় অজ্ঞাতপরিচয় এক যুবক এসে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই সুযোগেই অনুপ বাবুর এটিএম কার্ডটা পাল্টে নেন অভিযুক্ত। বিষয়টি টের পাননি তিনি। আর এরপরেই প্রথমে নগদে ২০ হাজার টাকা এটিএম থেকে তুলে নেয় অভিযুক্ত। এরপরই ব্যাঙ্কে গিয়ে এটিএমটি ব্লক করেন অনুপ বাবু। গোটা ঘটনার কথা জানিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হলেও অভিযুক্ত এখনও অধরা।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File