মহাকাশ

২১ মার্চ এক গ্রহাণু পৃথিবীর ২০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে, নাসার খবরে উৎসাহ মহাকাশ গবেষকদের

২১ মার্চ এক গ্রহাণু পৃথিবীর ২০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে, নাসার খবরে উৎসাহ মহাকাশ গবেষকদের
Key Highlights

পৃথিবীর খুব কাছে আসতে চলেছে বিশাল আরও এক গ্রহাণু ‘অ্যাস্টারয়েড’। যেটির ব্যাস প্রায় ৩ হাজার মিটার। গতি প্রতি ঘণ্টায় ৭৭ হাজার কিলোমিটার। ২১ মার্চ সেই গ্রহাণুটিই পৃথিবীর ২০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে। ফলে মহাকাশ গবেষণার অনেক অজানা তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।সম্প্রতি আইফেল টাওয়ারের মতো উঁচু সুবিশাল একটি গ্রহাণু পৃথিবীর কাছে চলে আসার খবর মিলেছিল। যা ফের পৃথিবীর কাছে আসবে ৮ বছর পর। ২০২৯-এ। এই গ্রহাণুটিকে নিয়ে উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ ৮ বছর পর এটি এতটাই কাছে চলে আসবে পৃথিবীর যে, তা সভ্যতার পক্ষে হয়ে উঠতে পারে অত্যন্ত বিপজ্জনক। সেই গ্রহাণুটির নাম ‘অ্যাপোফিস’।