দেশ

‘লাদাখ ভালো নেই’, হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

‘লাদাখ ভালো নেই’, হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
Key Highlights

'থ্রি ইডিয়টস' খ্যাত সোনমের লাদাখ নিয়ে একাধিক দাবি নিয়ে মোদির কাছে ভিডিও বার্তা।

লাদাখ অঞ্চলের 'মন কি বাত' বাস্তব জীবনের ফুংসুক ওয়াংডু প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলেন। সোনম ওয়াংচুক একটি ভিডিও প্রকাশ করে বলেন, লাদাখের মানুষ অনেক সমস্যায় ভুগছে। রাজনীতি থেকে শুরু করে সরকারি প্রকল্প, লাদাখের প্রকৃতি ও সাধারণ মানুষ একাধিক কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন সোনম ওয়াংচুক।

প্রসঙ্গত, লাদাখকে 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। তারপরে সেই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য চাপ দিয়ে আসছে। রাজনৈতিক সমস্যার পাশাপাশি সোনম ওয়াংচুক তার ভিডিওতে পরিবেশের ক্ষতির কথাও তুলে ধরেছেন।

দীর্ঘদিন ধরে লাদাখের মানুষ দাবি করে আসছে যে তাদের লাদাখকে একটি পূর্ণ রাজ্য হিসাবে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক। রাষ্ট্র স্বীকৃত না হলেও, লাদাখের সব মানুষ সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে।

সোনমের মতে, লাদাখ নিয়ে একাধিক সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে এলাকাটি। নীতি-নির্ধারণ এভাবে চলতে থাকলে লাদাখের দুই-তৃতীয়াংশ হিমবাহ গলে যাবে। কাশ্মীর ইউনিভার্সিটির সমীক্ষা অনুযায়ী, হিমবাহগুলি দ্রুত গতিতে গলছে মানুষের যাতায়াত বৃদ্ধির কারণে।