দীপাবলি ২০২৪

Fatakesto Kali Puja । কলকাতার 'ডনে'র পুজোয় বসতো চাঁদের হাট! আজও সাড়ম্বরে পালন হয় 'ফাটাকেষ্ট'র কালীপুজো

Fatakesto Kali Puja । কলকাতার 'ডনে'র পুজোয় বসতো চাঁদের হাট! আজও সাড়ম্বরে পালন হয় 'ফাটাকেষ্ট'র কালীপুজো
Key Highlights

গঙ্গা তীরস্থ কলকাতায় একাধিক প্রখ্যাত কালীপুজো হয়। তবু এই ফাটাকেষ্টর কালীপুজো ছাড়া শহরতলীর কালীপুজো অসম্পূর্ণ। কালীপুজোর ১০ দিন আগেই কুমারটুলিতে দেবীর চক্ষুদান করা হয়, এই বছরও গত ১৯ অক্টোবর মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে। একসময় রীতিমতো চাঁদের হাট বসত পুজোয়, আসতেন অমিতাভ বচ্চন, বিনোদ খন্না, আশা ভোঁসলে, আরডি বর্মনের মতো তারকারা। এখন তারকাদের আনাগোনা কম হলেও প্রতিবছর ফাটাকেষ্টর কালী পুজো দেখতে ভিড় জমান লাখ লাখ ভক্তরা।

উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থেকে একটু এগোলেই কলেজ স্ট্রিটের বইপাড়া। এখানেই এক গলির ভিতর বাস ছিল কলকাতার ডন 'ফাটাকেষ্ট'র। 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে!' পর্দার ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তীর এই বিখ্যাত ডায়লগ কলকাতার প্রথম ‘ডন’ ফাটাকেষ্টর মুখে শোনা যেত কিনা জানা যায় না, তবে গত দশক অবধি কল্লোলিনী তিলোত্তমার গর্ব ছিল ফাটাকেষ্টর 'কালীপুজো'। মহানায়ক উত্তমকুমার থেকে শুরু করে মেগাস্টার অমিতাভ, আমন্ত্রণ পাওয়া মাত্র পুজোয় হাজির হতেন হাই প্রোফাইল তারকারা । এক যুগ আগে মৃত্যু হয়েছে ফাটাকেষ্টর, তবে তার পুজো এখনো চলছে সাড়ম্বরে।

শোনা যায় , কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ‘ফাটাকেষ্ট’ ছিলেন কলকাতা শহরের প্রথম ডন। প্রয়াত কংগ্রেস নেতা সোমেন দত্তের পুজোর সাথে রেষারেষি চলত ‘ফাটাকেষ্ট’র কালী পুজোর। তখন নকশাল আন্দোলনে স্তব্ধ শহর। সেবার সোমেন দত্তের পুজোর ঠাকুর আটকে যায়। ফাটাকেষ্টর ঠাকুর সব বাঁধা ডিঙিয়ে নির্বিঘ্নে মণ্ডপে পৌঁছায়। এমনই ছিল তার দাপট। এও শোনা যায়, কুমারটুলি থেকে ফাটাকেষ্টর ঠাকুর না বেরোনো অবধি নাকি অন্য কোনও ঠাকুর মণ্ডপে যেত না। ১৯৫২ (১৯৯২) তে ফাটাকেষ্টর মৃত্যুর আগে অবধি এই পুজোর মেজাজই ছিল আলাদা । তবে কালের নিয়মে পুজোর জাঁকজমক এবং বহর কিছুটা স্তিমিত হয়েছে ।

গঙ্গা তীরস্থ এই শহরে একাধিক প্রখ্যাত কালীপুজো হয় । অমাবস্যার পুন্য তিথিতে দর্শনার্থীর ঢল নামে সেইসব মন্দিরে। তবু এই ফাটাকেষ্টর 'কালীপুজো' ছাড়া শহরতলীর কালীপুজো অসম্পূর্ণ। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এই পুজোয়। কালীপুজোর ১০ দিন আগেই কুমারটুলিতে দেবীর চক্ষুদান করা হয়, এই বছরও গত ১৯ অক্টোবর মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে। গাঢ় নীল রঙের বিরাট দৈর্ঘ্যের এই অপূর্ব মাতৃমূর্তি শোভাযাত্রা করে আনা হয় পুজোর স্থানে। ভাসানও হয় মিছিল করে। জাগ্রত এই দেবীর কাছে মানতও করেন বহু মানুষ।

একসময় রীতিমতো চাঁদের হাট বসত পুজোয়, আসতেন অমিতাভ বচ্চন, বিনোদ খন্না, আশা ভোঁসলে, আরডি বর্মনের মতো তারকারা। এখন সেই জনপ্রিয়তা হারালেও , প্রতিবছর এই পুজো দেখতে ভিড় জমান লাখ লাখ ভক্তরা। 


Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
স্বামী বিবেকানন্দের ১০টি অমোঘ বাণী, যা জীবনে সঠিক পথে চলার শক্তি জোগায়
ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে আক্রান্ত BJP প্রার্থী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি