অপেক্ষার অবসান, কলকাতাবাসীদের জন্য সুখবর! বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস
কলকাতায় কালবৈশাখীর আদৌ সম্ভাবনা আছে কিনা এবিষয়ে কিছু না জানালেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।
সোমবার রোদের তেজে কাহিল কলকাতাবাসী। কয়েকদিন ধরেই রাজ্যে বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ রোদে তেতে পুড়ে একাকার অবস্থা। একে তো চড়ছে পারদ, তার উপর আদ্রতা ঝটকা। এমন সময়ে সুখবর দিল হাওয়া অফিস। গ্রীষ্মের প্রথম বৃষ্টিতে ভিজতে চলেছে তিলোত্তমা।
কবে হবে কালবৈশাখী?কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা
সোমবার সকালে শহরের আকাশ আংশিক মেঘলা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে রোদের তেজ। এদিকে বাতাসে জলীয় বাস্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়ছে। এমন সময় সুখবর শুনিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে শনিবার এবং রবিবার বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ৫ জেলায় বৃষ্টি জারি থাকবে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- গ্রীষ্মকাল