আজও কলকাতায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সন্ধ্যায় তিলোত্তমা মুষলধার বর্ষণে ভাসতে পারে
সন্ধ্যা নামলেই দমকা হাওয়া। আবহাওয়া অফিসের পূর্বাভাস, গত দুই দিনের মতো আজও সন্ধ্যার পর মুষলধারে নামতে পারে বৃষ্টি।
রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এর আগে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস
আজ, রবিবার ও আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে, উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং এই অঞ্চল সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিমী বর্ষা। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৫ই মে-এর মধ্যে এটি আন্দামানের উপর অবস্থান করবে।
জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে তারপরই বাংলায় বর্ষার আগমন ঘটবে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- বৃষ্টিপাত