Kolkata Traffic | লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে একইদিনে কলকাতায় রোড শো মোদি-মমতার! দুদিন ধরে যান চলাচলে কড়াকড়ি ! বন্ধ একাধিক রাস্তাও!

Tuesday, May 28 2024, 6:51 am
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে কোন গাফিলতি না হয়, তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। একাধিক রাস্তাই বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। মিছিলের রুট থেকে শুরু করে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে।


লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটের আগে প্রচার করতে একইদিনে কলকাতায় একই দিনে মোদি-মমতার মিছিল। এর কারণে শহরে সকাল থেকেই যানজট।  মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে কোন গাফিলতি না হয়, তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। একাধিক রাস্তাই বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (kolkata traffic police)। মিছিলের রুট থেকে শুরু করে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে, প্রয়োজনে মিছিল চলাকালীন সময় একাধিক রাস্তা বন্ধ হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। দেখে নিন এদিন কোন কোন রাস্তা এড়িয়ে যাওয়া ভালো।

একইদিনে কলকাতায় একই দিনে মোদি-মমতার মিছিল
একইদিনে কলকাতায় একই দিনে মোদি-মমতার মিছিল
  • আজ, মঙ্গলবার বিকেল ৩টে থেকে রাত ৯টা এবং বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অথবা মোদির সফর শেষ না হওয়া পর্যন্ত কলকাতার কিছু জায়গায় সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। 
Trending Updates
  • এদিনের ট্রাফিক নিয়ম (traffic rules) অনুযায়ী,উল্লেখিত সময়গুলিতে যানবাহন পার্কিং নিয়ন্ত্রিত করা হবে শহরে।
  • সমস্ত প্রাইভেট কার, ট্যাক্সি, দু-চাকার যানবাহন গুলির গতি প্রকৃতির ওপর বিশেষ নজর রাখবে কলকাতা ট্রাফিক পুলিশ (kolkata traffic police)। 
  • ২৮ ও ২৯ মে কলকাতায় যে সমস্ত রুটে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে তার মধ্যে রয়েছে - ১১ ফারলং গেট, খিদিরপুর রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, রেড রোড, আরআর অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট, এসপ্ল্যানেড ক্রসিং, সি আর অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কে ভি ভি অ্যাভিনিউ, এন কে সাহা লেন, উদ্ভাবন লেন, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং, বিধান সরণি, কলেজ স্ট্রিট, অরবিন্দ সরণি, বিডন স্ট্রিট, বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক ক্রসিং, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবিডি বাগ ইস্ট এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। 
  • কলকাতা ট্রাফিক (kolkata traffic) নিয়ন্ত্রণ করার জন্য এবং নিরাপত্তার জন্য মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত রাজভবন ও তার আশেপাশে সমস্ত ধরণের ভারী পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
  • বুধবার রাজভবন (দক্ষিণ) গেট, আরআর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, খিদ্দারপুর রোড এবং ১১ ফারলং গেটে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
  • কলকাতা ট্রাফিক (kolkata traffic)পুলিশ জানায়, প্রয়োজনে যে কোনও সময় মেন রোড এবং ফিডার রোড থেকে যানবাহন চলাচল ঘুরিয়ে দেওয়া যেতে পারে।
মিছিল চলাকালীন সময় একাধিক রাস্তা বন্ধ হতে পারে
মিছিল চলাকালীন সময় একাধিক রাস্তা বন্ধ হতে পারে

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের আগে আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে এর বিবৃতি জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ২৮ এবং ২৯ মে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসবেন। এই সময়ে শহরের জনসাধারণের সুরক্ষা এবং সুবিধার কথা বিবেচনা করে, ২৮ এবং ২৯ মে কলকাতা শহরে যানবাহনের চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রিত হবে। নজর রাখা হবে শহরের ট্রাফিক নিয়ম (traffic rules) এর দিকে। এদিকে ২৮ মে পশ্চিমবঙ্গে মোদির সফরসূচি প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বেলায় পশ্চিমবঙ্গে পৌঁছবেন মোদি। এরপর দুপুর আড়াইটায় বারাসত বিধানসভা কেন্দ্রের অশোকনগরে এবং বিকেল চারটেয় যাদবপুরে জনসভা করবেন তিনি। এরপর বিকেল ৫টা ৫৫ মিনিট নাগাদ সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টায় কলকাতায় আড়াই কিলোমিটার দীর্ঘ রোড শো করবেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত এই রোড শো হওয়ার কথা। এই সময়ে বাগবাজারের কাছে এক নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের 'মায়ের বাড়ি'তেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ
আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ

অন্যদিকে, এন্টালি মার্কেট থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত বিকাল ৫ টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, মিছিলের শুরুর সময় এন্টালি থেকে পার্ক পার্ক সার্কাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এবং এই এলাকায় সকাল থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত হবে। সন্ধ্যা ৬ টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেহালা চৌরাস্তার কাছে জনসভা রয়েছে। সকাল থেকেই বেহালা চৌরাস্তা চত্বর এবং বেহালা চত্বরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। প্রয়োজন পড়লে জনসভা চলার সময় রাস্তা বন্ধ করা হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File