ক্রাইম

Cyber Crime: ধৃত ২, ই-কমার্স সাইট থেকে ক্রেতাদের তথ্য ফাঁস!

Cyber Crime: ধৃত ২, ই-কমার্স সাইট থেকে ক্রেতাদের তথ্য ফাঁস!
Key Highlights

একটি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যদি কারো ব্যক্তিগত তথ্যের অবৈধ ব্যবহার, copyright infringement, ঠকানো, personal data চুরি, hacking, phishing, spamming বা privacy theft এবং এগুলির মতো অপরাধ করা হয়, তাহলে একে বলা হয় “cybercrime” .

কলকাতার ঢাকুরিয়া এলাকায় থেকে অভিনব কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাবাসীর অ্যাকাউন্ট সাফের মতন অপরাধমূলক কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কল সেন্টারটিতে হানা দেয় কলকাতা পুলিশ। প্রতারণা চক্রের দুই চাঁইকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে ২০টি সিপিইউ, প্রচুর মনিটর ও নথিপত্র।

যদিও বা এই ঘটনা কলকাতায় প্রথমবার হয়নি। এর আগেও একাধিক কল সেন্টারের আড়ালে এই কাজ চলার অভিযোগ পেয়েছে পুলিশ। কিন্তু এই দুই কীর্তিমানের কাণ্ড দেখে হতবাক পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ। তাদের জেরা করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, জনপ্রিয় ই-কমার্স সাইটের ক্রেতাদের নামের তালিকা বের করত প্রতারকরা। সেই ক্রেতাদের নম্বর ধরে ফোন করে জানতে চাওয়া হত তাঁরা আইফোন কিনেছেন কিনা। ফোনের ওপাড়ে থাকা ব্যক্তিরা অধিকাংশ সময়ই জানাতেন, কেনেননি। তখনই প্রতারকরা বলতেন, ক্যানশেলসন ফি বাবদ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে সংস্থা। এভাবে ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জেনে হাতানো হল লক্ষ-লক্ষ টাকা।

এই কাণ্ডে ২ ধৃতরা হলেন বেহালার বাসিন্দা রাজদীপ গঙ্গোপাধ্যায় ও একবালপুরের বাসিন্দা অমিত সিং। তাদের জেরা করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে সাইবার থানার পুলিশ। পাশাপাশি, ই কমার্স সাইট থেকে কীভাবে ক্রেতাদেন তথ্য প্রতারকদের হাতে আসত, তাও জানার চেষ্টা চলছে।


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Kolkata Metro | ঈদের দিন বন্ধ থাকবে একগুচ্ছ মেট্রো, কোন রুটে কেমন থাকবে পরিষেবা? দেখে নিন একনজরে
Myanmar Update | মৃত্যুপুরী মায়ানমারে ফিল্ড হাসপাতাল বানাচ্ছে ভারত, পরিষেবা দেবেন ১১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
Health Drink for Adults and Kids | পুষ্টির জন্য বাজার থেকে কিনে নয়, বরং বাড়িতেই হেলথ ড্রিংক বানিয়ে খান!
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না