স্কুলের চাকরি থেকে বরখাস্ত তৃণমূল মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা! বেতনের টাকা ফেরানোর নির্দেশ হাইকোর্টের

Friday, May 20 2022, 7:40 am
highlightKey Highlights

মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এছাড়াও তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে।


বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল অঙ্কিতার বিরুদ্ধে। তাই আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না। এমনকি প্রায় ৪১ মাস যে বেতন পেয়েছিলেন তাও দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে।

অবৈধভাবে প্রভাব খাটিয়ে চাকরির অপরাধে বরখাস্ত করা হল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতাকে

প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকায় অঙ্কিতার নাম ওঠে। অভিযোগ, প্রথম মেধাতালিকায় প্রথম ২০তে নাম না থাকা অঙ্কিতাকে দ্বিতীয় তালিকার একেবারে প্রথমে নিয়ে আসা হয় ‘অবৈধ’ ভাবে। জানা গিয়েছে অঙ্কিতার নাম মেধাতালিকায় ঢোকানোর ফলে ববিতা নামক এক তরুণী চাকরির সুযোগ হারান।

Trending Updates

সম্প্রতি ঘটনাটির কথা আদালতকে জানিয়েছিলেন এসএসসির সদ্য ইস্তফা দেওয়া চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর পরেই অঙ্কিতার বাবা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশকে সিবিআইয়ের সামনে হাজির হতে বলে কলকাতা হাই কোর্ট। তাঁকে জিজ্ঞাসাবাদ করাকালীনই অঙ্কিত কে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File