মাঝেরহাট মেট্রো স্টেশনের থমকে থাকা কাজ অবশেষে শুরু হল, ১৪ই এপ্রিল অবধি বন্ধ থাকবে চক্ররেল চলাচল

Sunday, April 10 2022, 11:59 am
highlightKey Highlights

মাঝেরহাট স্টেশন নির্মাণের কাজ অবশেষে গতি পেয়েছে। নির্মাণ কার্য শুরু হওয়ায় শিয়ালদহ -বজবজ শাখার রেল লাইনের ওপর বসে গেল গার্ডার।


মাঝেরহাট সেতু বিপর্যয়ের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মাঝেরহাট মেট্রো প্রকল্পের কাজ৷ অবশেষে গতি পেয়েছে মাঝেরহাট স্টেশন নির্মাণের কাজ। তাই শিয়ালদহ-বজবজ শাখার রেল লাইন বন্ধ রাখা হল।

মাঝেরহাট সেতু নির্মাণের জেরে রেলপথ বন্ধ রাখা নিয়ে কী বললেন আরভিএনএল

মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল জানিয়েছে, ইতিমধ্যেই তারা ৩'টি গার্ডার ও ৬'টি ক্রস গার্ডার বসিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এর জন্যে অবশ্য ব্যবহার করা হয়েছে ১৪০ টনের ক্রেন। আপাতত ১৪ এপ্রিল অবধি বন্ধ থাকবে চক্ররেল চলাচল।

Trending Updates

বর্তমানে মাঝেরহাট সেতুর সমান্তরালে শিয়ালদহ শাখার রেললাইনের উপরে তৈরি হচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর মাঝেরহাট স্টেশন। চক্ররেল এবং পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সমকোণে হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশনটি। এই জন্যেই গত বৃহস্পতিবার থেকে আংশিক বন্ধ চক্ররেলের মাঝেরহাট স্টেশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File