রাজ্যঅতিমারি মোকাবিলায় প্রশাসনের তরফে নয়া পদক্ষেপ, পুর কমিশনার এবার নাগরিকদের কথা শুনবেন ভার্চুয়াল মাধ্যমে
করোনা পরিস্থিতির কারণে একপ্রকার গৃহবন্দী সকল নাগরিক তাই এই পরিস্থিতিতে কেউই এখন অভাব-অভিযোগ জানাতে কলকাতায় পুরসভায় যেতে পারছেন না। অতিমারীর এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে তা এখনো স্পষ্ট নয়। তাই ঘরে থেকেই নাগরিকরা যাতে তাঁদের সমস্যা এবং অভিযোগের কথা পুরসভাকে জানাতে পারেন বা কোনও বিষয়ে পরামর্শ দিতে পারেন পুর কর্তৃপক্ষকে, সেই জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। এবার থেকে নাগরিকরা সরাসরি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এবং ই-মেল এর দ্বারা পুর কমিশনার এবং পুরসভার বিশেষ কমিশনারের কাছে তাঁদের যে কোনও বিষয়ে সমস্যার কথা জানাতে এবং পরামর্শ দিতে সুযোগ পাবেন।