India-China Flight | পাঁচ বছর পর আজ রাতে কলকাতা থেকে চিনের উদ্দেশ্যে উড়বে বিমান!
Sunday, October 26 2025, 3:16 pm
Key Highlightsকলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর ফ্লাইট (6E1703) চিনের গুয়াংজুর উদ্দেশে পাড়ি দিচ্ছে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারত এবং চিনের মধ্যে সরসারি বিমান পরিষেবা শুরু হবে। আজ ২৬ অক্টোবর রাত ১০টায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে পাড়ি দিচ্ছে ইন্ডিগোর ফ্লাইট (6E1703)। রবিবার চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স হ্যান্ডেল লেখেন, "ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা এখন বাস্তব ঘটনা। আজই রয়েছে কলকাতা-গুয়াংজু উড়ান। সাংহাই-নয়াদিল্লি সরাসরি বিমান চালু হবে আগামী ৯ নভেম্বর। আপাতত ভারতের বিভিন্ন শহর থেকে সপ্তাহে তিনটি করে চিনগামী উড়ান মিলবে।"
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- চীন
- ভারত-চিন সীমান্ত
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা
- ইন্ডিগো
- শহর কলকাতা
- ভারতীয় বিমান
- চিন

