Kolkata | মদের আসরে বচসা! কলকাতায় মেয়রের ওয়ার্ডে যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার রড!

Sunday, October 26 2025, 6:28 am
highlightKey Highlights

বিবাদ চরমে উঠলে অভিযুক্ত যুবক অশোকের গলায় একটি লোহার রড গেঁথে দেয়!


মদ্যপানের সময় বিবাদ চরমে। হাতাহাতির মধ্যে যুবকের গলায় ঢোকানো হলো লোহার রড। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে। মৃত যুবকের নাম অশোক পাসোয়ান। যান গিয়েছে, এদিন বাসস্ট্যান্ডের অদূরেই স্থানীয় কয়েকজনের সঙ্গে মদ্যপানের আসর বসিয়েছিল অশোক। মদ্যপানের সময় অভিযুক্ত যুবকের সাথে অশোকের বচসা শুরু হয়। বিবাদ চরমে উঠলে অশোকের গলায় একটি লোহার রড গেঁথে দেয় অভিযুক্ত। ওই অবস্থাতেই প্রাণ বাঁচাতে প্রায় একশো মিটার ছুটেছিলেন রক্তাক্ত যুবক। পরে তাঁর মৃত্যু হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File