US-India | শাহবাজ শরিফকে ‘ভালো মানুষ’ বললেন ট্রাম্প! ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা- দাবি বিদেশসচিবের
Sunday, October 26 2025, 5:42 pm
Key Highlightsমার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো দাবি করলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা।
সোমবার আসিয়ান সামিটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গ বৈঠকে বসবেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। এদিন সাংবাদিক বৈঠকে মার্কিন বিদেশসচিব দাবি করেন, "পাকিস্তানের সঙ্গে আমরা যদি কিছু (সম্পর্ক মসৃণের চেষ্টা) করি, তার জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খোয়াতে হবে বলে আমি মনে করি না।” উল্লেখ্য, রবিবারই আসিম মুনির এবং শাহবাজ শরিফের প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই চিনি। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল খুবই ভালো মানুষ। আমার কোনও সন্দেহ নেই আমরা এটা দ্রুত থামাতে পারব।”
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- বিদেশ সচিব
- ভারতীয় বিদেশমন্ত্রী
- পাকিস্তান
- ভারত
- সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
- নরেন্দ্র মোদি
- ডোনাল্ড ট্রাম্প

