বড় ধাক্কা, চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, আজ কোথায় ঠেকল রূপোর দর

Thursday, June 2 2022, 3:24 pm
highlightKey Highlights

রোজ যে হারে সোনার দাম বাড়ছে তাতে মধ্যবিত্তের চিন্তা বাড়ছে। বেশ কয়েকদিন আগেও সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেরই চিন্তায় পড়ে গেছিলেন।


সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই নাজেহাল। অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। তার উপর সোনার দামও চড়চড়িয়ে বাড়ছে। একদিন কমছে তো পরের দিন আবার বাড়ছে।  

গতকালের তুলনায় আজ দাম বেড়েছে সোনার। শুধু সোনাই নয় রূপোর দামও ভালোই বেড়ে গেছে। বেশ কয়েকদিন ধরে অনেকটাই দাম কমেছিল সোনার। লাগাতার দাম বাড়ার পর ফের কয়েকদিন ধরেই অব্যাহত ছিল সোনার দাম। প্রতিদিনই এই সোনার দাম বাড়া কমা লেগেই রয়েছে। গতকালের তুলনায় সোনা ও রূপোর অনেকটাই বেড়ে গেছে । সামনেই আবার জামাই ষষ্ঠী। নতুন মেয়ে-জামাইকে উপহারও দিতে হবে। তাই ষষ্ঠীর আগে অনেকেই কেনাকাটা সেরে ফেলতে চাইছেন।

Trending Updates

মঙ্গলবার সকাল সকাল সকলেরই চোখ সোনার বাজারে। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম কমাতেই দোকানে ভিড় বাড়ছিল মধ্যবিত্তের। মঙ্গলবার ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকলো, জেনে নিন আজকের সোনার দর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File