খেলাধুলা

IND vs WI | কেরিয়ারে প্রথম সেঞ্চুরি যশস্বীর! শত রান করে রেকর্ড রোহিতের! সর্বসেরা ব্যাটারদের তালিকায় কোহলি!

IND vs WI | কেরিয়ারে প্রথম সেঞ্চুরি যশস্বীর! শত রান করে রেকর্ড রোহিতের! সর্বসেরা ব্যাটারদের তালিকায় কোহলি!
Key Highlights

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সাড়ে আট হাজার রানের গণ্ডি পার করে বিশ্বের সর্বসেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিলেন কোহলি। টেস্ট অভিষেকেই শতরান করলেন যশস্বী জয়সওয়াল। ৭ম বারের জন্য শত রান করে রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ম্যাচে উইন্ডসর পার্কে (Windsor Park) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং রোহিত শর্মার (Rohit Sharma) সেঞ্চুরি ভারতকে পৌঁছে দিলো শীর্ষের দিকে। দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৩১২। এরপরই ভারতকে ১৬২ রানে এগিয়ে দেন যশস্বী এবং বিরাট কোহলি (Virat Kohli)। কেবল ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে চমৎকার পারফর্মেন্সই নয়, এদিন একাধিক রেকর্ড ও গড়েন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ৩৬ রানের ইনিংসে টেস্ট ক্রিকেটে ৮৫০০ রান করেন বিরাট কোহলি। মাত্র ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে সাড়ে আট হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। অর্থাৎ বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিলেন কিং কোহলি। উল্লেখ্য, এর আগে  টেস্ট ক্রিকেটে ৮৫০৩ রানের রেকর্ড ছিল কিংবদন্তি ভারতীয় ওপেনার  বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag)।  সহবাগকে মোট টেস্ট রানের বিচারে পেছনে ফেলতে বিরাটের দরকার ছিল ২৫ রানের। এরপর ৩৬ রান করে এই ইনিংসের দৌলতেই 'বীরু'কেও পেছনে ফেললেন কোহলি। ভারতীয়দের মধ্যে কেবল সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সুনীল গাওস্কর (Sunil Gavaskar) এবং ভিভিএস লক্ষ্মণই (VVS Laxman) অধিক টেস্ট রান করেছেন। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নাম যেখানে কোহলিও।

তবে এখানেই বিরাটের 'বিরাট' জয়ের শেষ নয়। যদি বিরাট ৬২ রান করেন, তাহলে ভিভ রিচার্ডসকেও (Viv Richards) পেছনে ফেলে দিতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির টেস্টে রান রেকর্ড রয়েছে ৮৫৪০। সেক্ষেত্রে কোহলি ৬২ রান করলে  তাঁর দখলে ৮৫৪১ রান হয়ে যাবে। আর তা হলেই টেস্টে সর্বকালীন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ২৬ নম্বরে উঠে আসবেন বিরাট কোহলি।

কেবল বিরাট কোহলিই নয়। রেকর্ড গড়লেন যশস্বীও। টেস্ট অভিষেকেই শতরান করলেন অনন্ত সংগ্রাম সয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রাজসভায় উঠে আসা তরুণ এই বাঁ-হাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ক্রিকেট  কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান করলেন ২১ বছরের যশস্বী। নিজের জীবনের প্রথম সাফল্যই নয়, ভারতের ক্রিকেট ইতিহাসেও নয়া সাফল্য আনলেন এই তরুণ ক্রিকেটার। যশস্বীই এই প্রথম কোনও ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে অভিষেকে সেঞ্চুরি পেলেন।

একা যশস্বীই নন, শতরান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। শুরুতে কিছুটা আড়ষ্ট ব্যাটিং করলেও যত সময় গড়িয়েছে ততই পাল্টা জবাব দিতে থাকেন ইন্ডিয়া ক্যাপ্টেন। ২২১ বলে ১০৩ রান করেন রোহিত শর্মা। তবে সেঞ্চুরি করার পরেই আউট হন ভারত অধিনায়ক। তবে এদিন সেঞ্চুরি করে দুটি রেকর্ড গড়েছেন রোহিত। প্রথম, ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ শতরান করলেন ভারতীয় অধিনায়ক। এই নিয়ে মোট ৭ বার সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। দ্বিতীয়ত, রিকেটার হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ৩৫০০ রানের গণ্ডি চাপিয়েছেন তিনি।