Tata Neu: বুকিং, কেনাকাটা থেকে শুরু করে পেমেন্ট এখন একটা অ্যাপেই মিলবে সব!

Thursday, April 7 2022, 10:49 am
highlightKey Highlights

Tata Neu অ্যাপ একাধিক পেমেন্ট অ্যাপের মধ্যে এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।


আজ অর্থাৎ ৭ই মার্চ থেকে যে কেউ এই Tata-র নতুন পেমেন্ট অ্যাপ Tata Neu ব্যবহার করতে পারবেন। অন্য বিভিন্ন পেমেন্ট অ্যাপের থেকে তুলনামূলক অনেক বেশি সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে। জিনিস কেনা থেকে শুরু করে কোনও বুকিং অথবা রিচার্জ সবকিছুই সম্ভব নতুন এই অ্যাপে। এই ধরনের অ্যাপ ইতিমধ্যে বাজারে রয়েছে। 

মুদিখানা | Grocery:

মুদিখানা
মুদিখানা
Trending Updates

Tata-র অ্যাপে রয়েছে বিগ বাস্কেট। যে কোনও সবজি, মুদিখানা কেনার জন্য আর অন্য কোনও সাইটে যেতে হবে না। এমনকি আলাদাভাবে বিগ বাস্কেট অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। Tata Neu এর মাধ্যমেই অর্ডার করতে পারবেন। অন্যদিকে Reliance Jio-তে রয়েছে JioMart, Milkbasket, Amazon এ রয়েছে Amazon Pantry এবং Amazon Fresh, Paytm-এর জন্য রয়েছে Paytm Mall।

ওষুধ | Medicine:

ওষুধ
ওষুধ

এখানে রয়েছে নিজস্ব ওষুধ ডেলিভারি সংস্থা 1mg। সেখান থেকে সব ওষুধ পাওয়া যাবে। পাশাপাশি Reliance এর রয়েছে Netmeds, Amazon-এ রয়েছে Amazon Pharmacy। যদিও Paytm এর কোনও ওষুধ ডেলিভারি সংস্থা রয়েছে।

​Tour এবং Travel বুকিং| online tour booking: 

Tata Neu এর মাধ্যমে AirAsia india, Indian hotel company limited এর যাবতীয় বুকিং করতে পারবেন।

online tour booking
online tour booking

বিশেষ সুবিধা | Special benefits:

Tata-র তরফে জানানো হয়েছে, বুকিং এবং কেনাকাটিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করলেই NeuCoin যুক্ত হবে এবং সেই কয়েন পরবর্তী কেনাকাটায় খরচ করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File