নিজের জিমেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে কীভাবে এটিকে সুরক্ষিত রাখবেন ??? উপায় জানুন

Wednesday, February 9 2022, 12:07 pm
highlightKey Highlights

অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা প্রতিদিন প্রায় লেগেই রয়েছে । এরকম পরিস্থিতিতে নিজের ইমেল আইডি সুরক্ষিত রাখবেন কী করে তা সকলেরই জেনে রাখা প্রয়োজন৷


সম্প্রতি প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাকিংয়ের খবর আসতে থাকে ৷ ভারত তথা গোটা বিশ্বে সাইবার ক্রিমিনালদের ও বেশ বাড়বাড়ন্ত শুরু হয়েছে। আপনি কি জানান, আপনার অ্যাকাউন্ট আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছেন কি না?  জিমেলে বেশ কয়েকটি টুলস রয়েছে যার সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্ট লক করতে পারবেন ৷ এর সাহায্যে আপনি জানতেন পারবেন কোন সময়, কোন ব্রাউজার ও কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার জিনেল অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৷ এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব ৷

গুগল হ্যাকার 
গুগল হ্যাকার 

সমস্ত আপডেট পেতে ইমেলের সঙ্গেই অনলাইনে অন্যান্য সব অ্যাকাউন্ট যুক্ত থাকে। এই কারণে ইমেল সুরক্ষিত রাখা প্রয়োজন। তাই ইমেল হ্যাক হয়ে যাওয়ার ভীতি দূর করে এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করুন । কিছু বিশেষ পদ্ধতি মেনে চলুন যা নিম্নে আলোচনা করা হলো-

Trending Updates

ক্রোম ওয়েব স্টোরে (Chrome Web Store) ২০১৯ সালে লঞ্চ হয়েছিল 'গুগল পাসওয়ার্ড চেকআপ' (Google Password Checkup) অ্যাড-অন। এই টুল ব্যবহার করে জেনে নেওয়া যাবে আপনার ইমেল কখনও হ্যাক হয়েছে কি না। এই এক্সটেনশনটি ইমেল হ্যাক হওয়ার যত তালিকা প্রকাশ্যে আসে সেই সব তালিকা একত্রিত করে আপনার ইমেল যাচাই করে নেবে । কীভাবে এই টুল  ব্যবহার করবেন তার পদক্ষেপগুলি নিচে বিস্তারিত দেওয়া হল। 

Google Password Checkup
Google Password Checkup
  1. "Google Chrome" গুগল ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড চেকআপ ‘Password Checkup’ এক্সটেনশন ডাউনলোড করতে হবে।
  2. এটি ডাউনলোড করার পরে এই এক্সটেনশন আপনার ব্রাউজারে কোনোকিছু লগ ইন করা থাকলে তা দেখে নেবে ।
  3. আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড গুগল ডেটাবেসের হ্যাক হওয়া ৪০০ কোটি এন্ট্রির সঙ্গে মিল থাকলে সতর্ক করে দেবে এই এক্সটেনশন।
  4. এমনকি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা তাও জানা যাবে। এছাড়াও আপনাকে পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেওয়া হবে। কোন কোন সময় আপনার পাসওয়ার্ড প্রকাশ্যে এসেছে তাও জানা যাবে সেই তথ্যও।
কিভাবে বুঝবেন আপনার গুগল হ্যাক হয়েছে কি না 
কিভাবে বুঝবেন আপনার গুগল হ্যাক হয়েছে কি না 

Google Chrome এক্সটেনশন যদি ব্যবহার করতে না চান তাহলে 'Have I Been Pwned' ওয়েবসাইট থেকেও আপনার জিমেইল হ্যাক হয়েছে কি না জানতে পারবেন। যখনই কোন ওয়েবসাইট থেকে লগ ইন ডেটা ফাঁস হয় তখন এই ওয়েবসাইটে সেই তথ্য আপডেট হয়ে যায়। হ্যাকিংয়ের ফলে কোন কোন তথ্য প্রকাশ্যে এসেছে তা জানা যাবে।

  Have I Been Pwned   ওয়েবসাইট
  Have I Been Pwned   ওয়েবসাইট

আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা কিভাবে জানবেন এতক্ষণ সেসব নিয়ে আলোচনা হল। এবার জানা যাক অ্যাকাউন্ট হ্যাক হলে কী কী করতে হবে। 

  • হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে হবে।
  • জিমেইলে কোনো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ড জিমেল-এ ব্যবহার হবে তা অন্য কোন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না।
  • শুধুমাত্র জিমেইল নয়, যে যে সার্ভিসের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদল করতে হবে।
  • এছাড়াও জিমেইল-সহ অন্য যে সব সার্ভিসে টু-ফ্যাক্টর অথেনটিকেশন রয়েছে সেই সব ক্ষেত্রে এই সুরক্ষা ফিচার শীঘ্রই এনেবেল করে দিতে হবে। এর ফলে লগ ইনের সময় সুরক্ষার অতিরিক্ত স্তর ব্যবহার করে অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখতে পারবেন।
গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন 
গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন 

অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক হন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করুন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File