UPI | ভিসাকে পেছনে ফেললো UPI! টাইম পেমেন্টের নিরিখে বিশ্বে এক নম্বরে ভারত!
Tuesday, July 22 2025, 3:28 am
Key Highlightsইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের রিপোর্ট অনুযায়ী, রিয়েল টাইম পেমেন্টের নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে UPI।
ভিসাকে পেছনে ফেলে বিশ্বের দরবারে শীর্ষস্থান অধিকার করল ভারতের রিয়েল টাইম পেমেন্ট টেকনোলজি ইউপিআই (UPI)। ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের রিপোর্ট অনুযায়ী, রিয়েল টাইম পেমেন্টের নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে UPI। ভারতের মোট ডিজিটাল পেমেন্টের ৮৫ শতাংশ UPI এর মাধ্যমে হয়। আর বিশ্বের ডিজিটাল পেমেন্টের ৬০ শতাংশই হয় UPI এর মাধ্যমে। তথ্য বলছে, দৈনিক অন্তত ৬৪ কোটি লেনদেন হয় UPI এর মাধ্যমে। সেখানে ভিসাতে দৈনিক লেনদেন হয় ৬৩.৯ কোটি। শুধু জুন মাসেই প্রায় ২৪ কোটি টাকা লেনদেন হয়েছে UPI এর মাধ্যমে।

