আশানুরূপ মিললো ফল! দেশজুড়ে প্রায় ১৩৫ কোটির ব্যবসা করে রেকর্ড গড়লো 'কে জি এফ: চ্যাপ্টার ২'

Monday, April 18 2022, 10:44 am
highlightKey Highlights

এতদিন ধরে তৈরি হওয়া বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিল 'কেজিএফ: চ্যাপ্টার ২'। প্রথম দিনেই এই ছবি দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে।


২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই সময় সাফল্য লাভের পাশাপাশি অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির জন্য ও অপেক্ষা করছিলেন। অবশেষে মুক্তি পায় সেই বহু প্রতীক্ষিত ছবি। ছবিটি মুক্তি পাওয়া মাত্রই যেমন আশা করা হয়েছিল, তেমনটাই ঘটল বাস্তবে।ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ড গড়ল 'কে জি এফ: চ্যাপ্টার ২'।

প্রথম দিনে কত ব্যবসা করল 'কে জি এফ: চ্যাপ্টার ২'?

প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবি এটি। একই ঘটনা কেরলেও। একইসঙ্গে 'কেজিএফ'-এর প্রথম দিনের রেকর্ডও ভাঙল এই ছবি।

এই ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে দেখা যায় অভিনেত্রী রবিনা টন্ডনকে। এছাড়াও এই ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File