বিনোদন

Rocky Aur Rani Kii Prem Kahaani । ৫ দিনে ৬০ কোটির আয় 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র! সিক্যুয়াল নিয়ে ভাবনা করণের!

Rocky Aur Rani Kii Prem Kahaani । ৫ দিনে ৬০ কোটির আয় 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র! সিক্যুয়াল নিয়ে ভাবনা করণের!
Key Highlights

মুক্তির ৫ দিনের মাথায় ৬০ কোটি টাকার রেকর্ড গড়েছে করুন জোহরের কামব্যাক সিনেমা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ৭ দিনে ৭০ কোটি পেরোতে পারে বলে আশা।

বড় পর্দায় মুক্তি পাওয়ার আগের থেকেই এই সিনেমাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা। গত শুক্রবার মুক্তি পাওয়ার পরই সিনেমা প্রেমীদের মুখে একটাই নাম, ' রকি আউর রানি কি প্রেম কাহানি ' (Rocky Aur Rani Ki Prem Kahani)। এক সপ্তাহ না পেরোতেই রেকর্ড গড়েছে করণ জোহরের (Karan Johar) এই চলচ্চিত্র। দর্শকদের এই সিনেমার প্রতি টান দেখে ইতিমধ্যেই ছবির সিক্যুয়াল নিয়ে ভাবছেন করণ।

বলিউড (Bollywood) সূত্রের খবর, পাঁচ দিনেই বক্স অফিসে প্রায় ৬০ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। ছবির প্রযোজনা সংস্থা ' ধর্ম প্রোডাকশনস ' (Dharma Productions) গত শুক্রবার তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানায়, মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই ১১.১০ কোটি কামায় এই সিনেমা। এরপর দ্বিতীয় দিনে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৬.০৫ কোটি এবং তৃতীয় দিনে ১৯ কোটি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই বেড়েছে আয়। পঞ্চম দিনে এই সিনেমা আয় করে প্রায় ৬০ কোটি। 

প্রসঙ্গত, ২১ শে জুলাই মুক্তি পেয়েছে হলিউডের (Hollywood) বার্বি (Barbie) ও ওপেনহাইমার (Oppenheimer)। এই দুই সিনেমার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন গোটা বিশ্বের সিনেমা প্রেমীরা। ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) ওপেনহাইমার এবং বিশ্বখ্যাত খেলনা বার্বিকে নিয়ে তৈরি চলচ্চিত্রের মধ্যে কোনটি বেশি সাফল্য পাবে তা নিয়েও বেশ সাড়া পড়ে গিয়েছিল নেটপাড়ায়। এই দুই বিপুল প্রশংসিত ছবির এক সপ্তাহের মধ্যে বলিউডের মূল ধারার ছবির মুক্তির সিদ্ধান্ত বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিলেন অনেকেই। তবে 'রকি আউর রানি কি প্রেম কাহানি'র সাফল্যই ফের বলে দিল যতই ভালোমন্দ বিদেশি সিনেমা বড় পর্দায় আসুক না কেন ভারতীয়রা বলিউড মাসালা মিস করবেন না কখনোই। 

দীর্ঘ সাত বছর পর 'রকি আউর রানি কি প্রেম কাহানি' এর হাত ধরে বলিউডে পরিচালক হিসেবে কামব্যাক করেছেন করণ জোহর। আগেই করণ জানিয়েছিলেন, বলিউডের পুরনো মাসালা ধাঁচ ফিরিয়ে আনতে চলেছেন তিনি। সেই কথাই রাখলেন করণ। যেমন মজা তেমন অভিনয়,পরিচালনা। অবশ্য এই সিনেমা কেনই বা সাফল্য পাবে না? ছবিতে রয়েছেন বলিউডের এমনকি টলিউডেরও (Tollywood) তাবড় তাবড় সব অভিনেতা-অভিনেত্রী। রণবীর সিং (Ranveer Singh), আলিয়া ভট্ট (Alia Bhatt), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Jaya Bachchan), শাবানা আজমি (Shabana Azmi), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Gangopadhyay), টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) এই ইউনিক কাস্ট জিতে নিয়েছে দর্শকদের মন।

দীর্ঘ বেশ কয়েক বছর পর সিনেমা পরিচালনায় নিজের যে সবটুকু দিয়েছেন করণ তা বোঝাই যাচ্ছে সিনেমার বক্স অফিসের আয়ে। এমনকি এই ছবির একটি চরিত্র পরিচালক করণের শৈশবের স্মৃতিকে নিয়ে বানানো তাও জানালেন এক সাক্ষাতে। তিনি জানান, ছবিতে টোটা রায়চৌধুরীর চরিত্র অর্থাৎ আলিয়ার বাবার চরিত্র একজন কত্থক নৃত্যশিল্পীর। ছোটবেলায় করণ নিজে ভীষণ পছন্দ করতেন নাচ করতে। পরিবার থেকে উৎসাহও পেতেন। কিন্তু সমাজের কথা ভেবে সেপথ থেকে বিদায় নিতে হয় বলিউড তারকাকে। সেই সব স্মৃতি দিয়েই টোটা রায়চৌধুরীর চরিত্র বানিয়েছেন বলে জানান করণ জোহর।

ছবির সম্পর্কে আরেক সাক্ষাৎকারে কথোপকথনের সময়ই করণ জানান, ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় ভাগ আনার কথা ভাবনা চিন্তা করছেন তিনি। এমনকি এই নিয়ে আলিয়া এবং রণবীরের সঙ্গে বহুবার কথাও বলেছেন করণ। এই নিয়ে একটা কাহিনীও ভেবেছেন পরিচালক।

'রকি আউর রানি কি প্রেম কাহানি'  মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে 'ডোলা রে' তে টোটা রায়চৌধুরী এবং রণবীরের নাচ। তবে কেবল এই নাচই নয়, গোটা সিনেমাই মন জিতে নিয়েছে দর্শকদের। আশা করা যাচ্ছে সপ্তাহ পেরোতেই ৭০ কোটির আয় করে ফেলবে 'রকি আউর রানি কি প্রেম কাহানি'।