খেলাধুলা

Kalinga Super Cup 2024 | ১২ বছর পর সর্ব ভারতীয় স্তরে জয়! সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্সের খেলার ছাড়পত্র পেল ইস্ট বেঙ্গল!

Kalinga Super Cup 2024 | ১২ বছর পর সর্ব ভারতীয় স্তরে জয়! সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্সের খেলার ছাড়পত্র পেল ইস্ট বেঙ্গল!
Key Highlights

কলিঙ্গা সুপার কাপ ২০২৪ এর ফাইনালে ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচে ৩-২ জয়লাভ করলো ইস্ট বেঙ্গল। ১২ বছর পর সর্ব ভারতীয় স্তরে ট্রফি জেতার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পেল কার্লেস কুয়াদ্রাতের দল।

দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় স্তরে ট্রফি জিতল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal Football Club)। রবিবার কলিঙ্গা সুপার কাপ ২০২৪ (Kalinga Super Cup 2024) এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা এফসি (East Bengal vs Odisha FC)। এই ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে লাল-হলুদ দল। তবে সুপার কাপ জয় করে দিন কেবল ১২ বছরের খরা কাটানোই নয়, ইস্ট বেঙ্গল পেয়েছে আরও এক বড় পুরস্কার। এএফসি এশিয়ান কাপ যোগ্যতা (AFC Asian Cup Qualification) অর্জন পর্বে খেলতে চলেছে কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) এর দল!

কলিঙ্গা সুপার কাপ ২০২৪ (Kalinga Super Cup 2024) এর ফাইনাল ম্যাচে ওডিশার হয়ে গোল করেন দিয়েগো মরিশিও এবং জাহু। আর ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন নন্দকুমার এবং সাউল ক্রেসপো এবং অধিনায়ক ক্লেইটন সিলভা। সুপার কাপে ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা এফসি (East Bengal vs Odisha FC) ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। তবে ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল কিছুটা হলেও যে নিষ্প্রভ ছিল। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন দিয়েগো মরিশিয়ো। প্রথমে জাহুর ফ্রি-কিক থেকে বল পেয়েছিলেন রয় কৃষ্ণ। তিনি মরিশিওর দিকে বলটা পাস করে দেন। অবশেষে ব্রাজিলের এই ফুটবলার ডান পায়ের একটা দুর্দান্ত শটে ইস্টবেঙ্গলের জালে বলটা জড়িয়ে দেন। আর সেইসঙ্গে ওডিশা এই ম্যাচে ১-০ গোলে লিড নিয়ে নেয়। যার ফলে অবশেষে ম্যাচের হাফটাইম পর্যন্ত আর কোনও দলই গোল করতে পারেনি লাল হলুদ দল।

এই ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই অন্যরূপ ধারণ করে ইস্ট বেঙ্গল। ম্যাচের ৫২ মিনিটে সমতা ফেরান নন্দকুমার। মহেশ তাঁর দিকে গোল করার জন্য বলটা একেবারে সাজিয়ে দিয়েছিলেন। নন্দকুমার ওডিশার রক্ষণ পরাস্ত করেন তারপর গোলকিপারকে। শেষপর্যন্ত একটা সহজ গোল করলেন তিনি। এরপর ৬২ মিনিটে ম্যাচের স্কোর কার্ড ২-১ করল ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিটে বোরহাকে বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করে মোর্তাদা ফল। সেকারণে লাল-হলুদ ব্রিগেডকে পেনাল্টি দেওয়া হয়। আর সেই সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেননি সাউল ক্রেসপো। তিনি পায়ের নিখুঁত ছোঁয়ায় বলটা ওডিশার জালে জড়িয়ে দেন। সকলেই ভাবতে শুরু করেছিলেন এই ম্যাচে ইস্টবেঙ্গল হয়ত সহজ জয়লাভ করবে। তবে ম্যাচের একেবারে শেষবেলায় পেনাল্টি পায় ওডিশা। আর সেখান থেকেই তারা শেষপর্যন্ত একটা অভাবনীয় কামব্যাক করে। ম্যাচের একেবারে শেষবেলায় পেনাল্টি পায় ওডিশা। ৯০+৭ মিনিটে মরিশিও বক্সের মধ্যে ঢুকে পড়লেও ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিল তাঁকে ফাউল করে ফেলেন। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর সেই সুযোগে ৯০+৮ মিনিটে সহজেই সমতা ফেরান জাহু। আর সেইসঙ্গে কলিঙ্গ স্টেডিয়াম কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়ে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে ক্লেইটন সিলভা ১১০ মিনিটে জয়সূচক গোলটি করে ১২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান।

সুপার কাপ জেতার সঙ্গে সঙ্গে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা (AFC Asian Cup Qualification) অর্জন পর্বে নাম লেখালো ইস্ট বেঙ্গল। কারণ সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। ফলে সুপার কাপ জেতার কারণে এই সুযোগ পেয়েছেন তারা। উল্লেখ্য, পরের মরসুম থেকে যদিও আর এএফসি কাপ থাকছে না। তার জায়গায় শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2)। এটি এএফসি-র দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা। পরের বছর থেকে আইএসএল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মিলবে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এই খেলতে হবে। তবে আইএসএল জিতলে সরাসরি সুযোগ পাওয়া যাবে গ্রুপ পর্বে। সুপার কাপ জিতলে যোগ্যতা অর্জন পেরিয়ে তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে যাওয়া যাবে। সেই জন্যই এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে খেলবে কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) এর দল ।

 সুপার কাপ জেতার পর দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে যোগ্যতা অর্জন পর্ব খেলার ছাড়পত্র পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের পাশাপাশি এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে তাজিকিস্তানের রাভশান কুলব এবং তুর্কমেনিস্তানের আর্কাদাগ। এখনও আরও তিনটি ক্লাবের যোগ্যতা অর্জন বাকি। প্রসঙ্গত, জুলাই মাসে এই যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে।


Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam