Abdul Gaffar Choudhury: প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী

Thursday, May 19 2022, 10:56 am
highlightKey Highlights

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।


আজ, ১৯শে মে, বৃহস্পতিবার ভোরবেলায় লন্ডনের একটি বেসরকারী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী। তাঁর পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাফফার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটি শোকবার্তায় জানিয়েছেন, গাফফার চৌধুরী তার মেধা-কর্ম ও লেখনিতে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মনত রেখেছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পরবর্তী পদক্ষেপের বিষয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছে, একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন।

Sheikh Hasina, Prime Minister of Bangladesh
Sheikh Hasina, Prime Minister of Bangladesh
Trending Updates

গাফফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Gaffar Chowdhury continued his works throughout his life to present the actual history in front of the nation supporting the pledge of the Father of the Nation to build Golden Bengal and upholding the non-communal spirit of Bangalees. Despite living abroad, through his write-ups he presented the ideology of the Liberation War of Bangladesh in national and international media

Sheikh Hasina, Prime Minister of Bangladesh



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File