Jobs For Women | মহিলারা বাড়িতে বসে অনায়াসেই করতে পারবেন প্রচুর টাকা আয়! রইলো মহিলাদের জন্য চাকরির সন্ধান!

Thursday, May 16 2024, 1:33 pm
highlightKey Highlights

বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনেই চাকরি না করলে এখন সংসার চালাতে বেশ সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে মহিলাদের জন্য বেশ কিছু চাকরি রয়েছে যা তারা বাড়িতে বসে অনায়াসেই করতে পারেন।


কোনোদিক থেকেই পিছিয়ে নেই মেয়েরা। বিগত কয়েক বছর যাবত পুরুষদের সঙ্গে একেবারে সমান তালে পাল্লা দিয়ে অনেক মহিলারা কাজের বাজারে দক্ষতার নিপুণ ছাপ রেখে চলেছেন। পড়াশোনা চাকরি-বাকরি কোনও দিক থেকেই পিছিয়ে নেই মহিলারা। তবে এমন বহু মহিলা রয়েছে যারা বিবাহের পর চাকরি থেকে বিরতি নেওয়ার পর বুঝতে পারেন না কী ধরণের কাজ করে জীবিকা নির্বাহ করবেন। এক্ষেত্রে বর্তমান সময়ে ঘরের মহিলাদের জন্য রয়েছে হাজার কাজের সুযোগ। রইলো বাড়িতে থেকে মহিলাদের জন্য চাকরি (jobs for women) এর সন্ধান।

ডেটা এন্ট্রি । Data Entry :

Trending Updates

ডাটা এন্ট্রি কাজ (data entry jobs) এমন একটি কাজ যা দিয়ে ন্যূনতম বিনিয়োগে বেসিক দক্ষতার সাহায্যে করা যায়। পর্যাপ্ত দ্রুত টাইপিং দক্ষতা, বেসিক কম্পিউটার জ্ঞান এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা থাকলেই যে কেউ বাড়ি বসে ডেটা এন্ট্রির কাজ করতে পারেন। এখন অনেক বেসরকারি সংস্থা তাদের ব্যাক অফিস পরিচালনার জন্য একটি দক্ষ টিম বা দল তৈরি করেন। এ বিষয়ে যে কোনও মহিলা যদি কম্পিউটারে এক্সেল সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তিনি ডাটা এন্ট্রি কাজ (data entry jobs) করতে পারেন। উল্লেখ্য, যদি ডেটা এন্ট্রির জন্য যদি এক্সেলের কাজ জানা না থাকে তাহলে ইউটিউব বা অন্য কোনও অনলাইন সাইটের মাধ্যমে যে কেউ এক্সেলের ফ্রি কোর্স করে দক্ষতা অর্জন করে নিতে পারেন। 

ভিজ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট । Visual Assistant :

এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ এবং চাহিদা বেশ তুঙ্গে। এক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে কোম্পানির সহকারী হিসেবে। বাড়িতে বসে নির্দেশ অনুযায়ী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করা, অ্যাপয়েন্টমেন্ট সমাধান করা ইত্যাদিই কাজ করতে হবে এক্ষেত্রে।

ব্লগিং । Blogging :

বর্তমানে ব্লগিংও বেশ জনপ্রিয় কাজ হয়ে উঠেছে। যাদের লেখালিখিতে ন্যাক রয়েছে তারা শৈল্পিকভাবে, এই কাজে মাধ্যমে বাড়ি বসে আয় করতে পারেন। কফি রাইটিং, কনটেন্ট রাইটিং ইত্যাদি নানা ধরনের লেখালেখির কাজ কেবল ঘরে বসেই যা যে কোনো জায়গায় বসে করতে পারেন। বিভিন্ন অনলাইন কোম্পানি এই কাজের জন্য বিপুল পরিমাণ বেতন দেয়। ব্লগিং বাড়িতে মহিলাদের জন্য কাজ (jobs for women at home) হিসাবে ব্যাপক জনপ্রিয়ও। 

অনলাইন টিউটার । Online Tutors :

ডিজিটাল যুগে প্রায় সবকিছুই হচ্ছে অনলাইন মাধ্যমে। এখন টিউশনি থেকে শুরু করে যোগা বা নাচ-গানের প্রশিক্ষণও অনলাইন মাধ্যমে হচ্ছে। এক্ষেত্রে আপনি চাইলে শিক্ষাগত ক্লাস করাতে পারেন। এছাড়াও নাচ, গান, যোগব্যায়ামের ক্লাসও করাতে পারেন অনলাইনে। অনেকক্ষেত্রে অনেক সাইট আছে যারা টুইটার অর্থাৎ অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষক খোঁজেন। সেখানে চাকরির জন্য আবেদন করতে পারেন।

ইউটিউবার । YouTuber :

এটি বর্তমান সময়ে অর্থ উপার্জন করার অন্যতম জনপ্রিয় উপায়। বিশেষ করে অনেক গৃহিণী ইউটিউবের মাধ্যমে ভালো আয় করছেন। বাড়িতে মহিলাদের জন্য কাজ (jobs for women at home) হিসাবে বেশ জনপ্রিয় ইউটিউবারের কাজ। এর জন্য যা দরকার তা হ’ল প্রাথমিক সম্পাদনা দক্ষতা এবং ভিডিও রেকর্ড করার জন্য যথেষ্ট ভাল ক্যামেরা অধ্যবসায়। 

হস্তশিল্প । Handcraft :

 হস্তশিল্পে আগ্রহী  হলে সহজেই ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন। বিভিন্ন ধরণের হস্তশিল্প যেমন সূচিকর্মের কাজ, হাঁড়ি ইত্যাদি তৈরি করে এবং সেগুলি বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে অনলাইনে বিক্রির সুযোগও রয়েছে।

অনুবাদক । Translator :

যদি আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ হন এবং দু-তিনটি ভারতীয় ভাষার জ্ঞান রাখেন। আপনি যদি কোনও নির্দিষ্ট ভাষায় আপনার ডিগ্রি সম্পন্ন করেন তবে আপনি এই ক্ষেত্রে খুব সহজেই অর্থ উপার্জন করতে পারেন। গুগল এবং ফেসবুকের মতো অনেক কোম্পানিও সময়ে সময়ে অনুবাদক নিয়োগ করে, সেক্ষেত্রে ঘরে বসেও কাজ করতে পারবেন।

ভয়েজ আর্টিস্ট । Voice Artist :

বাড়িতে বসে ভয়েজ আর্টিস্টের কাজও করতে পারেন। বহু সাইট ভয়েজ আর্টিস্ট খুঁজে থাকে। গল্প বলার জন্য হোক, কবিতা বলার জন্য হোক বর্তমানে ভয়েজ আর্টিস্টের বেশ চাহিদা রয়েছে।

 অবসর সময়ে বাড়ি থেকে কাজ করার সুযোগ পেলে পর্যাপ্ত অর্থ উপার্জনে মরিয়া হয়ে ওঠেন অনেকে মহিলা। কিন্তু তারা জানে না কীভাবে তা করতে হয়। সামান্য কিছু প্রশিক্ষণ থাকলেই বাড়িতে বসে অনায়াসে বেশ কিহু কাজ করে উপার্জন করতে পারেন মহিলারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File