টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত এবার জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথে

Wednesday, April 27 2022, 1:48 pm
highlightKey Highlights

বহুদিন পর করিশ্মা কাপুর ফের কামব্যাক করছেন ওয়েবসিরিজ ‘ব্রাউন’ এ। আর এই ওয়েব সিরিজে করিশ্মা কাপুরের পাশাপাশি দেখা যাবে যীশু সেনগুপ্তকেও।


ফের বলিউডে পারি দিচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু কেন জানেন? সম্প্রতি অভিনেতা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই শেয়ার করলেন, তাঁর অভিনীত আসন্ন একটি হিন্দি ওয়েবসিরিজের শুটিংয়ের দৃশ্য। শুধু তাই নয় এই ছবিতে যীশু সেনগুপ্ত জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে।

ওয়েবসিরিজ ‘ব্রাউন’ এ প্রথমবার জুটি বাঁধছেন যীশু-করিশ্মা

বেশকিছু দিন আগে অভিনেত্রী করিশ্মা কাপুর তাঁর একটি ইন্সটা পোস্ট এর মাধ্যমে তাঁর ওয়েব সিরিজে কামব্যাক করার কথা জানিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর আসন্ন ওয়েবসিরিজ ‘ব্রাউন’ (Brown) এ নায়িকার চরিত্রে থাকছেন তিনি। এবার দর্শকদের জন্য সামনে এল আরও এক চমক। এই সিরিজে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তও কাজ করছেন বলে জানা গেল।

Trending Updates

এছাড়া এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, বর্ষীয়ান অভিনেত্রী হেলেনও (Helen)। এছাড়া রয়েছেন, অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদানও। সঙ্গে হেলেনও প্রায় একযুগ পর সেলুলয়েডে ফিরলেন। বেশ কয়েক বছর ধরেই এই সিরিজ নিয়ে নানা আলোচনা চলছিল। এমনকি করিশ্মা কাপুরও যে ফের কামব্যাক করছেন অভিনয়ে সেটাও নায়িকা নিজেই জানিয়েছিলেন। কিন্তু নানা কারণে এই ছবির শুটিং পিছিয়ে যাচ্ছিল।তবে এবার আর বাধা নয়, সব বাধা কাটিয়ে শুরু হচ্ছে এই সিরিজের শুটিং।

অভিনেতা যীশু সেনগুপ্তের ইন্সটা পোস্ট 
অভিনেতা যীশু সেনগুপ্তের ইন্সটা পোস্ট 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File