দেবের রাজনৈতিক জীবন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে কী জানালেন দেব ঘরনী অভিনেত্রী রুক্মিণী মৈত্র

Sunday, April 24 2022, 4:42 pm
দেবের রাজনৈতিক জীবন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে কী জানালেন দেব ঘরনী অভিনেত্রী রুক্মিণী মৈত্র
highlightKey Highlights

দেব আর রাজনীতি করবে কি না তা সম্পূর্ণ দেবের নিজের সিদ্ধান্ত, কিন্তু ও যেন সবসময় মানুষের পাশে থাকে: রুক্মিণী


রুক্মিণী নিজেও ছাত্রী জীবনে অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কখনওই চাননি, সে কথা বাইরে আসুক। সেই রুক্মিণী জানালেন দেবকে নিয়ে তাঁর ভাবনার কথা। তাতে উঠে এল রাজনীতিতে থাকা, না থাকার বিষয়।

জীবনসঙ্গী হিসাবে কেন দেব কে পছন্দ করেছিলেন? জেনে নেওয়া যাক দেব এর সম্পর্কে কী বললেন রুক্ষ্মিনী

রুক্মিণী জানালেন দেবকে নিয়ে তাঁর ভাবনার কথা। তাতে উঠে এল দেব এর রাজনীতিতে থাকা, না থাকার বিষয়। রুক্মিণীর কথায়, ‘‘দেব রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির মোহমায়ায় ভোগে না। কিন্তু তা-ও ও এখানে আছে, কারণ, শুধু অভিনেতা হিসেবে দেব যদি দুটো মানুষকে সাহায্য করতে পারত, তা হলে সাংসদ হওয়ার দরুণ দুটো মানুষের জায়গায় বারোটা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। ওই দশটি মানুষকে বাড়তি সাহায্য করার জন্যই হয়তো আজ ও এখানে আছে। এটাই আমার বিশ্বাস। আর যদি সেই কারণে ওকে থাকতে হয়, তা হলে থাকুক।’’

সুপারস্টার দেবের ‘বিশেষ’ বন্ধু আরও বললেন, ‘‘দেব এমন এক জন মানুষ, যে নিজের সিদ্ধান্তটুকু নিজে নিতে পারে। ও রাজনীতিতে থাকবে কি না সেটা ওর সিদ্ধান্ত। কিন্তু আমি একশো শতাংশ চাই, দেব মানুষের পাশে থাকুক। আমি ওকে মানুষ হিসাবে যতটা চিনি, আমি জানি, সেটা ও থাকবেও।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File