বিনোদন

Jawan | মুক্তির চারদিনের মাথায় ৫০০ কোটির আয় 'জওয়ান'-র! নিজের রেকর্ডই ভাঙবেন কি 'বাদশাহ'?ছবি 'টুকলি' বলে বিতর্ক নেটিজনদের!

Jawan | মুক্তির চারদিনের মাথায় ৫০০ কোটির আয় 'জওয়ান'-র! নিজের রেকর্ডই ভাঙবেন কি 'বাদশাহ'?ছবি 'টুকলি' বলে বিতর্ক নেটিজনদের!
Key Highlights

ভারত-পাকিস্তান ম্যাচের দিনেও ৩০ কোটি আয় করে 'জওয়ান'। মুক্তির পর চারদিনের মাথায় রেকর্ড ভাঙা ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখ খানের 'জওয়ান'।

'বাদশাহ' কেবল নামেই 'বাদশাহ' নন, আসলেই সাধারণ মানুষের জন্য 'বাদশাহ'। সম্প্রতি মুক্তি পেয়েছে জওয়ান সিনেমার পরিচালক (Jawaan Movie Director) অ্যাটলি পরিচালিত , শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘জওয়ান’ (Jawaan)। মুক্তির আগের থেকে এই সিনেমাকে নিয়ে যেমন উৎসাহ, উত্তেজনা ছিল কিং খান ভক্তদের মধ্যে, তা মুক্তির পর দেখা গেলো আরও বেশি। সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে আয় চাপিয়ে গিয়েছে জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget)। চার দিনের মধ্যে ৫০০ কোটি টাকারও বেশি আয় করলো 'জওয়ান'।

 বক্স অফিসে বিপুল অঙ্কের ব্যবসা করে ফেলল ‘জওয়ান’। গত ৭ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি, 'জওয়ান'। তার পর থেকেই বক্স অফিসে ‘জওয়ান’ ঝড়। মুক্তির দিন কাকভোর থেকে দেশের নানান প্রান্তে দেখা যায় প্রেক্ষাগৃহের সামনে দর্শকদের ভিড়। কেবল তাই নয়, রীতিমতো বাজনা বাজিয়ে, বাজি ফাটিয়ে, জওয়ান সিনেমার পোস্টার (Jawaan Movie Posters) নিয়ে মিছিল করতে করতে সিনেমা হলে যান অসংখ্য শাহরুখ ভক্তরা। সেই দৃশ্য দেখে মুগ্ধ হন খোদ কিং খান।

জানা গিয়েছে, মুক্তির দিনেই দেশের বক্স অফিসে মোট ৭৫ কোটির ব্যবসা করে খাতা খুলেছিল ‘জওয়ান’। সপ্তাহান্তে সেই ব্যবসার অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল ২৫০ কোটি টাকা। নয়া সপ্তাহের শুরুতেও, অব্যাহত সেই ধারা। সপ্তাহান্তের থেকে রোজগারের অঙ্ক সামান্য কমলেও বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে মাত্র ৪ দিনেই ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘জওয়ান’। রবিবার পর্যন্ত বিশ্ব বক্স অফিসে ৫২০.৭৯ কোটি টাকার ব্যবসা করল জওয়ান সিনেমার পরিচালক (Jawaan Movie Director) অ্যাটলি পরিচালিত এই ছবি।

জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget)  ৩০০ কোটি টাকা, যা এখনও পর্যন্ত বলিউড বাদশাহ-র সবথেকে হাই বাজেট সিনেমা বলে বিবেচিত। জওয়ান সিনেমার পোস্টার (Jawaan Movie Posters) রিলিজ করার পর এবং জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget ) প্রকাশ হওয়ার পর অনেকেরই প্রশ্ন ছিল, এতো বাজেটের সিনেমা উল্টে এর ব্যয়ের থেকে বেশি আয় করতে পারবে কি না। তবে ৭ই সেপ্টেম্বর, জওয়ান সিনেমার পরিচালক (Jawaan Movie Director) অ্যাটলি পরিচালিত 'জওয়ান' সিনেমার ফার্স্ট ডে-ফার্স্ট শো দেখতে যেভাবে জওয়ান সিনেমার পোস্টার (Jawaan Movie Posters) নিয়ে, আনন্দ করতে করতে দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে দেখা যায়, তাতেই আভাস পাওয়া গিয়েছিলো যে, 'বাদশাহ' কেবল নামেই 'বাদশাহ' নয়, বলিউডের, প্রেক্ষাগৃহের, সাধারণ মানুষের 'বাদশাহ'!

'জওয়ান' সিনেমার কেবল অ্যাকশন বা অভিনয়ই নয়, দর্শকদের মন জয় করেছে এই সিনেমার পরিচালনাও। জওয়ান সিনেমার পরিচালক (Jawaan Movie Director) অ্যাটলিরও বাহবা কম হচ্ছে না। তবে এ সবের মধ্যে নয়া বিতর্ক ঘিরে ধরল ছবিটিকে। নেটিজেনদের কাঠগড়ায় দাঁড় করানো হল পরিচালক অ্যাটলি কুমারকে (Atlee Kumar)।

নেটমাধ্যমের এক বড় অংশের দাবি, 'জওয়ান' ছবির কন্টেন্ট একেবারে খাঁটি নয়, তা আদপে নকল করা। নেটিজনদের বক্তব্য, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘থাই নাডু’র (Thai Nadu) সঙ্গে নাকি মিল রয়েছে কিং খান অভিনীত, 'জওয়ান'-র।থাই নাডুর বাংলা তর্জমা করলে দাঁড়ায় মাতৃভূমি। ‘জওয়ান’ ছবিতে যে প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে সে সবই নাকি হাজির তামিল ওই ছবিতে। কেবল তাই নয়, ছবিতে শাহরুখ খানের দ্বৈত চরিত্র। বাবা ও ছেলে– দু’জনের ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে। ওই ছবিতেও অভিনেতা সত্যজিৎকেও দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। আর এ কারণেই দক্ষিণী দর্শকদের একাংশ হতাশ জওয়ান সিনেমার পরিচালক (Jawaan Movie Director)অ্যাটলিকে নিয়ে।

তামিল দর্শকদের একটাই কথা, ‘জওয়ান’ আদপে বহু তামিল ও তেলুগু ছবির মিশ্রণ। কুম্ভিলকবৃত্তি তথা টুকলির অভিযোগ কিন্তু অ্যাটলির কেরিয়ার নতুন ব্যাপার নয়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘বিগিল’ (Bigil)। স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালক নন্দি চিন্নির অভিযোগ ছিল, তাঁর ছবি থেকে নকল করেছে অ্যাটলি। এখানেই শেষ নয়। সামান্থা রুথ, প্রভু ও বিজয়কে নিয়ে পরিচালক তৈরি করেন এক ছবি। সে ছবির সঙ্গেও লোকে মিল খুঁজে পেয়েছিল সুপারস্টার রজনীকান্তের ‘মুন্দ্রু মুগম’-এর।

তবে নেটিজনদের বির্তক বাদ দিলে মুহূর্তে জওয়ান ঝড় কিন্তু জারি। জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget) ৩০০ কোটি হয়েও সেই পরিমাণ অর্থও ছাপিয়ে গিয়েছে 'জওয়ান' সিনেমার আয়। এমনকি, সোমবার এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan Asia Cup 2023) জন্য দেশবাসীর উৎসাহও টেক্কা দিতে পারেনি 'জওয়ান'-র উৎসাহকে। ভারত-পাক ম্যাচের (India vs Pakistan Asia Cup 2023) দিনও ৩০ কোটির ব্যবসা করে ‘জওয়ান’-এর ঝুলিতে এখন মোট উপার্জন ৩১৬ কোটি টাকার বেশি। বিশ্ব জুড়ে বক্স অফিসে শাহরুখের ছবি ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল সপ্তাহান্তেই। এখনও প্রেক্ষাগৃহে যাওয়ার সময় জওয়ান সিনেমার পোস্টার (Jawaan Movie Posters) নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে দর্শকদের। এর আগে গোটা বিশ্বে বক্স অফিসে ১১০০ কোটির ব্যবসা করেছিলেন শাহরুখের ‘পাঠান’। এবার নিজের সেই নজির 'জওয়ান' দ্বারা ভাঙতে পারবেন কি না কিং খান, সেদিকেই তাকিয়ে সকলে।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla