Jacqueline Fernandez: সুকেশের থেকে কী কী উপহার পেয়েছেন? কী জানলেন তদন্তকারীরা?

Jacqueline Fernandez: সালমান খান সুকেশ চন্দ্রশেখর বিতর্কের কারণে জ্যাকুলিন ফার্নান্দেজের থেকে নিজেকে দূরে রেখেছেন! কিন্তু কেন? উঠছে নানা প্রশ্ন।
অন্যান্য খবরের পাশাপাশি এখন ২০০ কোটির অর্থ তছরুপ মামলায় নাম জড়ানোর পর থেকেই বিপাকে জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গত সোমবার ১৯শে সেপ্টেম্বর আবার জ্যাকলিনকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের আর্থিক দমন শাখা।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের থেকে কী কী দামি উপহার পেয়েছেন জ্যাকলিন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী স্বয়ং। তবে উপহার হিসাবে কী তথ্য দিয়েছেন জ্যাকলিন, তা জানা যায়নি। গত সপ্তাহেই দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন জ্যাকলিন। সে বারও তাঁকে দীর্ঘ ক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয় বার দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার জিজ্ঞাসাবাদের মুখোমুখি বলেন নায়িকা।

সূত্রের খবর অনুযায়ী, অর্থ তছরুপের মামলায় জ্যাকলিনের জড়িয়ে পড়ার পর থেকেই নায়িকার সঙ্গে দূরত্ব মেনে চলছেন সকলের প্রিয় ভাইজান সলমন খান। এই বিতর্কে যাতে তিনি নিজে কোনও ভাবে না জড়িয়ে পড়েন, সেই কারণেই জ্যাকলিনের সঙ্গে দূরত্ব বাড়িয়ে সাবধানী হয়েছেন সল্লুভাই! এমনটাই ধারণা অনেকের। বস্তুত, বলিউডে পা রাখার পর থেকেই সলমনের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক বেশ ভাল। সলমনের ছবির নায়িকা হিসাবেও দেখা গিয়েছে জ্যাকলিনকে।

ক’দিন আগেই জানা গিয়েছিল যে, সলমন ও অক্ষয় কুমারের সঙ্গে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের আলাপ করিয়েছিলেন জ্যাকলিন। সুকেশ যে ভাল নন, সে ব্যাপারে নায়িকাকে সাবধান করেছিলেন তাঁর দুই নায়ক। তবে তাতে কর্ণপাত করেননি জ্যাকলিন। সুকেশ তাঁর ‘স্বপ্নের পুরুষ’ বলে ভেবেছিলেন জ্যাকলিন, এ তথ্যও প্রকাশ্যে এসেছে।
- Related topics -
- দেশ
- বিনোদন
- জ্যাকলিন ফার্নান্ডেজ
- অভিনেত্রী
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।