দিশা-টাইগারের বিচ্ছেদ নিয়ে সরব জ্যাকি, ঠিক কি বললেন তিনি ?

Thursday, July 28 2022, 12:50 pm
highlightKey Highlights

দিশা-টাইগার একসঙ্গে থাকবে কি না, সেটা ওদের সিদ্ধান্ত - বললেন বাবা জ্যাকি শ্রফ।


দিশা পটানির বরাবরই ভাল সম্পর্ক রয়েছে শ্রফ পরিবারের সঙ্গে। টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ প্রেমের সূত্রে তাঁর বাবা জ্যাকি শ্রফ, মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ, দেখাসাক্ষাৎ রয়েছে। বছর ছয়েকের সম্পর্ক পেরিয়ে আচমকাই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন দুই তারকা। তাই নিয়েই আপাতত নতুন গুঞ্জন বলিপাড়ায়। এবিষয়ে কী বলছেন বাবা জ্যাকি শ্রফ?

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন দিশা। টাইগারের কেরিয়ার শুরু ‘হিরোপন্তি’-তে। ২০১৮-র ছবি ‘বাঘি ২’-তে প্রথম জুটি বাঁধেন দু’জনে।

Trending Updates
Disha Patani & Tiger Shroff
Disha Patani & Tiger Shroff

ওদের প্রেম, ওদের জীবন। দু’জনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমি কোনও ভাবেই নাক গলাতে চাই না। ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না মোটেই। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই বন্ধুত্বটা থেকে যাবে দু’জনের।

জ্যাকি শ্রফ (আশি-নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা)




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File