মহাকাশ

উৎযাপন করা হচ্ছে ‘আগাম দিওয়ালি’, ৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর ভারী রকেট মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়ল

উৎযাপন করা হচ্ছে ‘আগাম দিওয়ালি’, ৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর  ভারী রকেট মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়ল
Key Highlights

দীপাবলির আগেই ‘ওয়ানওয়েব ইন্ডিয়া-১’ নামে পরিচিত LVM3 M2 রকেটে করে ৩৬টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করলো ইসরো।

গতকাল রাত ১২টা বেজে ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) রকেট। এই সাফল্যের পরই ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমানাথ বলে সংস্থার জন্য দিওয়ালি একদিন আগেই শুরু হয়ে গিয়েছে। সোমনাথ আরও জানান, চন্দ্রযান-৩ এর কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে।

গতকাল রাতে ‘ওয়ানওয়েব ইন্ডিয়া-১’ নামে পরিচিত LVM3 M2 রকেটে করে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করে ইসরো। লন্ডনের ওয়ানওয়েব একটি বেসরকারি স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি। এই সংস্থায় সিংহভাগ বিনিয়োগ রয়েছে ইন্ডিয়া ভারতী গ্লোবালের। ২৪ ঘণ্টার কাউন্টডাউন শেষে শনিবার রাত ১২টা ৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আকাশে উড়ে যায় রকেটটি। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৪ টন ওজনের এই LVM3 M2 রকেট। এই উপগ্রহগুলির সম্মিলিত ওজন ৫ হাজার ৭৯৬ কেজি অথবা ৫.৭ টন। এই রকেটটি ৪ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে পারে।

এদিকে চন্দ্রান-৩ নিয়ে ইসরো প্রধান বলেন, ‘চন্দ্রযান-৩ প্রায় প্রস্তুত। চূড়ান্ত পর্যায়ে একত্রীকরণের কাজ চলছে এবং পরীক্ষা প্রায় সম্পূর্ণ। এখনও আরও কিছু পরীক্ষা বাকি আছে। আমরা সেই পরীক্ষাগুলি একটু পরে করতে চাই। এই রকেট উৎক্ষেপণের জন্য দুটি স্লট উপলব্ধ ছিল, একটি ফেব্রুয়ারিতে এবং আরও একটি জুনে। আমরা লঞ্চের জন্য ২০২৩ সালের জুন মাসের স্লট নিতে চাই।’ 


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?