মহাকাশ

উৎযাপন করা হচ্ছে ‘আগাম দিওয়ালি’, ৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর ভারী রকেট মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়ল

উৎযাপন করা হচ্ছে ‘আগাম দিওয়ালি’, ৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর  ভারী রকেট মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়ল
Key Highlights

দীপাবলির আগেই ‘ওয়ানওয়েব ইন্ডিয়া-১’ নামে পরিচিত LVM3 M2 রকেটে করে ৩৬টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করলো ইসরো।

গতকাল রাত ১২টা বেজে ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) রকেট। এই সাফল্যের পরই ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমানাথ বলে সংস্থার জন্য দিওয়ালি একদিন আগেই শুরু হয়ে গিয়েছে। সোমনাথ আরও জানান, চন্দ্রযান-৩ এর কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে।

গতকাল রাতে ‘ওয়ানওয়েব ইন্ডিয়া-১’ নামে পরিচিত LVM3 M2 রকেটে করে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করে ইসরো। লন্ডনের ওয়ানওয়েব একটি বেসরকারি স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি। এই সংস্থায় সিংহভাগ বিনিয়োগ রয়েছে ইন্ডিয়া ভারতী গ্লোবালের। ২৪ ঘণ্টার কাউন্টডাউন শেষে শনিবার রাত ১২টা ৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আকাশে উড়ে যায় রকেটটি। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৪ টন ওজনের এই LVM3 M2 রকেট। এই উপগ্রহগুলির সম্মিলিত ওজন ৫ হাজার ৭৯৬ কেজি অথবা ৫.৭ টন। এই রকেটটি ৪ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে পারে।

এদিকে চন্দ্রান-৩ নিয়ে ইসরো প্রধান বলেন, ‘চন্দ্রযান-৩ প্রায় প্রস্তুত। চূড়ান্ত পর্যায়ে একত্রীকরণের কাজ চলছে এবং পরীক্ষা প্রায় সম্পূর্ণ। এখনও আরও কিছু পরীক্ষা বাকি আছে। আমরা সেই পরীক্ষাগুলি একটু পরে করতে চাই। এই রকেট উৎক্ষেপণের জন্য দুটি স্লট উপলব্ধ ছিল, একটি ফেব্রুয়ারিতে এবং আরও একটি জুনে। আমরা লঞ্চের জন্য ২০২৩ সালের জুন মাসের স্লট নিতে চাই।’ 


Earth Day | 'অসুস্থ্য' জগতে এখনও সুস্থ্য যারা! চিনুন বিশ্ব ও ভারতের সবচেয়ে কম দূষিত শহরগুলিকে! কীভাবে দূষণমুক্ত রাখবেন আপনার শহরকে?
West Bengal Weather | সপ্তাহের প্রথম দিনেই আংশিক মেঘলা আকাশ দিচ্ছে কিছুটা স্বস্তি! রাজ্যের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কমতে পারে তাপমাত্রাও!
Bird Flu | আমেরিকার পর ভারতেও দুধে মিলল বার্ড ফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইনের হদিশ! খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক করলো ওহ!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
WB Khadyasathi | পশ্চিমবঙ্গ সরকারের এক সফল উদ্যোগ “খাদ্যসাথী প্রকল্প”
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download