ISRO | বছর শেষে বড় পরীক্ষা ইসরোর! সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে মাইলস্টোন ছোঁবে ভারত
ডকিং এবং আন ডকিংয়ের পরীক্ষায় ইসরো সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে স্পেস ডকিং অ্যান্ড আনডকিংয়ের ক্ষেত্রে মাইলস্টোন ছোঁবে ভারত।
বছর শেষে বড় পরীক্ষা ইসরোর। আজ, ৩০ ডিসেম্বর মহাকাশে পাড়ি দিচ্ছে ইসরোর PSLV C60 রকেট। সে সঙ্গে নিয়ে যাবে ইসরোরই তৈরি করা দুটো কৃত্রিম উপগ্রহ, যার নাম চেজার এবং টার্গেট। মাটি থেকে ৪৭০ কিলোমিটার ওপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে এই দুটোকেই ডকিং এবং আন ডকিং করবেন ইসরোর বিজ্ঞানিরা। ডকিং এবং আন ডকিংয়ের অর্থ হলো মহাকাশে দুটো অর্ধগোলাকৃতি জিনিস মুখোমুখি জুড়ে যাওয়া এবং আলাদা যাওয়া। এই পরীক্ষায় ইসরো সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে স্পেস ডকিং অ্যান্ড আনডকিংয়ের ক্ষেত্রে মাইলস্টোন ছোঁবে ভারত।