বিজ্ঞান ও প্রযুক্তি

Chandrayaan 3 Current Status | চাঁদের বুকে নিশ্চিন্তে 'ঘুমোচ্ছে' বিক্রম-প্রজ্ঞান! চন্দ্রযান-৩ নিয়ে বড় খবর দিলেন ইসরো প্রধান!

Chandrayaan 3 Current Status | চাঁদের বুকে নিশ্চিন্তে 'ঘুমোচ্ছে' বিক্রম-প্রজ্ঞান! চন্দ্রযান-৩  নিয়ে বড় খবর দিলেন ইসরো প্রধান!
Key Highlights

চন্দ্রযান ৩ নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান এস সোমনাথ। জানালেন শান্তিতে ঘুমাচ্ছে বিক্রম-প্রজ্ঞান। সঙ্গে পর পর মিশন সম্পর্কেও জানালেন ইসরো প্রধান।

২৩সে অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation) তৃতীয় চন্দ্রযান। অবতরণের পর পরিকল্পনা মতো নানান পরীক্ষা নিরীক্ষা করে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। তবে বিজ্ঞানীদের আশা ছিল, আরও যাতে বেশি সময় ধরে চাঁদের বুকে ঘুরতে পারে ইসরোর 'বিক্রম'- 'রোভার'। তবে হয়তো সেই আশা আর পূরণ হবে না। এদিন এমনটাই ইঙ্গিত দিলেন ইসরো প্রধান এস সোমনাথ (ISRO chief S. Somnath)।

'স্লিপ মোডে' যাওয়ার পর সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রযানে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান জেগে ওঠার আশা ছিল ইসরোর বিজ্ঞানীদের। তবে সেই আশা পূর্ণ হয়নি। চন্দ্রযান ৩ এর বর্তমান অবস্থা (Chandrayaan 3 Current Status) সম্পর্কে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমনাথ বলেন, আপাতত চাঁদের মাটিতে সুখেই ঘুমিয়ে রয়েছে বিক্রম ও প্রজ্ঞান। নিজেদের অ্যাসাইনমেন্ট ঠিকঠাক ভাবেই সম্পন্ন করেছে তারা। যদি কোনওদিন ল্যান্ডার ও বিক্রম জেগে উঠতে পারে তবে উঠবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২৩সে অগাস্ট চাঁদে অবতরণ করার পর থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত চুটিয়ে কাজ করে চন্দ্রযান-৩। এরপর ২রা সেপ্টেম্বর রোভার প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ইসরো জানায়, রোভারের পাশেই ঘুমিয়ে পড়ে ল্য়ান্ডার বিক্রমও। তবে চালু রাখা হয়েছিল রিসিভার। এই সময় থেকেই চাঁদের বুকে আঁধার নামতে শুরু করে। সূর্যাস্তের পর চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছে যায়। এরপর চাঁদের মাটিতে ফের সূর্যের রশ্মি পরে। ফলে ২২সে সেপ্টেম্বর থেকে প্রজ্ঞান ও বিক্রমের ঘুম ভাঘানোর চেষ্টা চালানো হয়। কিন্তু বিজ্ঞানীদের অনেক ডাকাডাকির পরও সাড়া পাওয়া যায়নি। এরপর আম জনতার মনে প্রশ্ন ছিল যে আদৌ কি জেগে উঠবে বিক্রম-প্রজ্ঞান? এবার তার উত্তরেই চন্দ্রযান ৩ এর বর্তমান অবস্থা (Chandrayaan 3 Current Status)র কথা জানিয়ে দিলেন ইসরো প্রধান। চন্দ্রযান ৩ এর বর্তমান অবস্থা (Chandrayaan 3 Current Status) সম্পর্কে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, এখনও পর্যন্ত বিক্রম-রোভারের কোনো সাড়া নেই। বিক্রম ইতিমধ্যেই লুনার ডে (Lunar Day) তে নিজের কাজ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পালন করেছে। বর্তমানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। বিক্রম-রোভার দুটিকেই এখন স্লিপ মোডে রাখা হয়েছে।

প্রসঙ্গত, চন্দ্রযান ৩ মিশন সাফল্য লাভের পরই মহাকাশে পাড়ি দেয় ভারতের প্রথম সূর্যযান, আদিত্য-এল ১ (Aditya-L1)। বর্তমানে আলোর গতিতে সাফল্যের দিকে এগিয়ে চলেছে আদিত্য-এল ১ (Aditya-L1)। এস সোমনাথ এই মিশন সম্পর্কে বলেন, ভারতের হাইভোল্টেজ সৌর মিশনআদিত্য-এল ১ (Aditya-L1)-এর নিরাপদে পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে এল১ পয়েন্টে পৌঁছনো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বর্তমানে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল১ মহাকাশযানটি সঠিক ভাবেই এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। জানুয়ারির মাঝামাঝি নাগাদ ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে, জানিয়েছেন এস সোমনাথ। পৃথিবী থেকে এল১ পয়েন্টে পৌঁছতে সময় লাগবে ১১০ দিন। ফলে আশা করা যাচ্ছে, জানুয়ারি মাঝামাঝি ভারতের প্রথম সৌরযানটি এল১ পয়েন্টে পৌঁছবে।

এছাড়াও আরও একাধিক মিশনের পরিকল্পনা করছে ইসরো। ইতিমধ্যেই গগনযান মিশন (Gaganyaan Mission) নিয়ে পরীক্ষা করা শুরু করা হয়েছে। অর্থাৎ সেদিন গগনযান মিশন (Gaganyaan Mission) এর প্রথম মানববিহীন উড়ান পরীক্ষা করা হবে। অন্যদিকে, মঙ্গলযান ২ (Mangalyaan 2) ও শুক্রে পাড়ি দেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসরোর। আসলে ইসরোর বিজ্ঞানীরা মূলত পৃথিবীর আবহাওয়া, জলবায়ু এবং সুরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে খোঁজ করার চেষ্টা করছেন। পাশাপাশি রিমোট সেন্সিং স্যাটেলাইট, কমিউনিকেশন ইত্যাদি বিষয়গুলি নিয়েও তাঁরা গবেষণা চালিয়ে যেতে চান। যার ফলে পর পর মহাকাশ মিশনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।


India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download