বিনোদন

The Kashmir Files: বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত!

The Kashmir Files: বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত!
Key Highlights

"ঐতিহ্যশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'দ্য কাশ্মীরি ফাইলস' ছবির কোনও স্থান নেই, এই ছবি একটি ‘অশ্লীল’, ‘একপেশে" - গোয়াতে ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষের দিন 'দ্য কাশ্মীরি ফাইলস' নিয়ে বিতর্কের ছোঁয়া।

গত ২০শে নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত গোয়াতে ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের শেষের দিন পরিচালক ভিভেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা 'দ্য কাশ্মীরি ফাইলস' নিয়ে বিতর্কের ছোঁয়া লাগে। 

"এমন ঐতিহ্যশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শৈল্পিক ভাবনা যেখানে আসল, সেখানে 'দ্য কাশ্মীরি ফাইলস' ছবির কোনও স্থান নেই," - ইজারায়েলি পরিচালক এবং উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান নাদাভ এমনটাই দাবী করেছেন।  এর পাশাপাশি আরও বলেন যে এই ছবি একটি ‘অশ্লীল’, ‘একপেশে’। 

ইজরায়েলি পরিচালক তথা উৎসব কমিটির জুরি বোর্ডের চেয়ারম্যানের এই মন্তব্যকে ঘিরে তৈরি হয় সমালোচনার ঝড়। এরকম ঘৃণ্য মন্তব্য নিয়ে ভারত তীব্র প্রতিবাদ জানায় ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতের কাছে। এই ধরনেক মন্তব্য করে ইজরায়েলি পরিচালক ভারতের জনগণকে অপমান করেছে বলে দাবি করা হয়।

বিতর্কের মুহূর্ত কয়েক ঘণ্টা কাটতে না কাটতে 'দ্য কাশ্মীরি ফাইলস' নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন ভারতের ইজারায়েলি রাষ্ট্রদূত। সেই সঙ্গে ইজরায়েলি পরিচালকের কড়া সমালোচনা করেন তিনি।

ভারতে অতিথিদের দেবতা হিসেবে মনে করা হয়। নাদাভকে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবেই নিয়ে যাওয়া হয়েছিল। ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসার কারণে নাদাভকে ডাকা হয়েছে বলে বিশ্বাস। ঐতিহাসিক ঘটনা নিয়ে মন্তব্য করার আগে, সেই বিষয়ে নাদাভকে পড়াশোনা করা উচিত ছিল। কাশ্মীরে যা হয়েছে, তা নিয়ে মন্তব্য করার আগে ভালো করে জেনে বুঝে নেওয়া উচিত বলে মনে করি।

Naor Gilon on Twitter, (Israeli Ambassador to India)


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo