মহানগরীতে অননুমোদিত মিছিলে পুলিশের সঙ্গে ISF সমর্থকদের সংঘর্ষ

Wednesday, January 25 2023, 12:36 pm
highlightKey Highlights

বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে শিয়ালদহ থেকে শুরু হয়েছে ISF প্রতিবাদ মিছিল ।


পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ISF-এর ডাকে শিয়ালদহ থেকে নাগরিক সমাজের পদযাত্রা শুরু হয়েছে। 21 জানুয়ারি, ভান্ডারের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধর্মতলা থেকে গ্রেফতার করা হয়। বিধায়কের পাশাপাশি ISF ক্যাডারের 18 জন সমর্থককেও গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আইএসএফ কলকাতায় নাগরিক সমাবেশ ডেকেছে। নওশাদ সিদ্দিকীর অবিলম্বে মুক্তির দাবিতে এ পদযাত্রার ডাক দেওয়া হয়। এই নাগরিক মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে।

অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে আরেকটি মিছিলের ডাক দিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। সেই সমাবেশ থেকে রাজ্য সরকারকে নিশানা করেন মোর্চা সভাপতি চার্লস নন্দী। তিনি বলেন, 'গত ১১ বছর ধরে রাজ্যে তৃণমূল সরকারের আমলে সংখ্যালঘুদের জন্য কোনো উন্নতি হয়নি, বরং তাদের ওপর অত্যাচার বেড়েছে। এই রাজ্যের সংখ্যালঘুরা ভারতের সবচেয়ে দরিদ্রদের মধ্যে রয়েছে। শনিবার নওশাদ সিদ্দিকী ও মুসলিম ভাইদের প্রতি অবিচারের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি।'

Trending Updates

কলকাতা পুলিশ প্রথমে মিছিলের অনুমতি দেয়নি। তাদের তরফে জানানো হয়েছে, এই সময়ে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর জন্য শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না। কিন্তু, আইএসএফ এটাও স্পষ্ট করেছে যে অনুমতি ছাড়াই মিছিল হবে। শিয়ালদহ থেকে শুরু হওয়া মিছিলে যোগ দেন ISF কর্মী ও সমর্থকরা। বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে তারা ক্রমাগত স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তার ছেলে হাকিমুল ইসলামকে গ্রেফতারের দাবি জানিয়েছে আইএসএফ কর্মী সমর্থকরা।

CPI(M) leader Sujan Chakraborty said, “Religious issues in politics came to the fore during the TMC regime. Earlier, no one could have imagined this in West Bengal. The BJP and the Trinamool have failed to work for the people and together they are creating an environment where conflicts are created between people. Any party has the right to carry out its political program.

CPI(M) leader Sujan Chakraborty

অন্যদিকে মিছিলের জন্য ধর্মতলা পুলিশের প্রস্তুতি সম্পূর্ণ। কলকাতা পুলিশ সড়কে ব্যারিকেড দিয়েছে। সেখানে প্রিজন ভ্যানও রাখা হয়। সেখানে উপস্থিত ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File