খেলাধুলা

IPL 2024 | তৃতীয়বার আইপিএল জয়ের লড়াইয়ে মুখোমুখি কেকেআর-হায়দরাবাদ! দেখে নিন ২০২৪ এর আইপিএল ফাইনালের নজরকাড়া বিষয়গুলি!

IPL 2024 | তৃতীয়বার আইপিএল জয়ের লড়াইয়ে মুখোমুখি কেকেআর-হায়দরাবাদ! দেখে নিন ২০২৪ এর আইপিএল ফাইনালের নজরকাড়া বিষয়গুলি!
Key Highlights

আজ, ২৬সে মে রবিবার চেন্নাইয়ে আয়োজিত হতে চলেছে আইপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচ। যে দলই জিতবে তারা তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হবে।

আজ, ২৬সে মে রবিবার চেন্নাইয়ে আয়োজিত হতে চলেছে আইপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচ। এদিন ম্যাচ হবে কেকেআর বনাম এসআরএইচ (kkr vs srh)। রবিবার সকাল থেকেই কালো মেঘে ঢাকা চেন্নাইয়ের আকাশ। বিক্ষিপ্ত-হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ খেলা হবে কি না তা নিয়ে চিন্তায় ক্রিকেট প্রেমীরা। দেখে নেওয়া যাক বৃষ্টি আইপিএল ফাইনাল ভেস্তে দেবে কি না এবং এদিনের ম্যাচের নজরকাড়া কয়েকটি বিষয়।

বৃষ্টি কি ভেস্তে দেবে আইপিএল ২০২৪ ফাইনাল?

আজ আইপিএলের ফাইনালটি আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম (chepauk stadium) এ। খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তবে এদিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আইপিএল ফাইনালের জন্য আগে থেকেই অতিরিক্ত দিনের ব্যবস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে ক্রিকেটপ্রেমীরা চান সোমবার নয়, রবিবার ছুটির দিনেই আইপিএল ফাইনালের উত্তাপ পোহাতে। আবহবিদেরা জানাচ্ছেন, চেন্নাইয়ে দুপুরের দিকে দু’এক পশলা মাঝারি বৃষ্টি হলেও সন্ধ্যায় তেমন সম্ভাবনা প্রায় নেই। হলেও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭০ শতাংশের কাছাকাছি। ফলে  চিপক স্টেডিয়াম (chepauk stadium) এ। আইপিএল ফাইনাল আয়োজন করতে অসুবিধা হবে না বলেই আশ্বাস দিয়েছেন আবহবিদেরা।

প্রসঙ্গত, ভারতের ক্রিকেট মহারণ আইপিএল নিয়ে বরাবরই উত্তেজনা এই দেশ-সহ বহু অন্য দেশের ক্রিকেটপ্রেমীদের। স্বাভাবিকভাবেই আইপিএল ফাইনাল নিয়েও উত্তেজনা কম না। রবিবার, ছুটির দিনে প্রায় সকল ভারতীয়ই সন্ধ্যে বেলায় এই ম্যাচ দেখতে প্রস্তুত। বলা বাহুল্য কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ফাইনাল ম্যাচে ক্রিকেট প্রেমীদের নজর কাড়ছে বিশেষ কয়েকটি বিষয়ও। যেমন-

এ বছরও  নতুন চ্যাম্পিয়ন পাবে না আইপিএল : এ বারও কোনও নতুন চ্যাম্পিয়ন পাবে না আইপিএল। কারণ কেকেআর আগে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। হায়দরাবাদও দু’বারের চ্যাম্পিয়ন। তাই যে দলই জিতবে তারা তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হবে।

 চলতি আইপিএলের সবচেয়ে দামি দুই ক্রিকেটারের লড়াই: ফাইনালে সবচেয়ে দামি দুই ক্রিকেটার খেলতে নামবেন। কেকেআর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল মিচেল স্টার্ক। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। অন্যদিকে প্রতিযোগিতার দ্বিতীয় সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল হায়দরাবাদ। 

অস্ট্রেলীয় অধিনায়কদের হ্যাটট্রিক : হায়দরাবাদ যদি ফাইনাল জিততে পারে তা হলে নজির গড়বেন প্যাট কামিন্স। হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করা অস্ট্রেলীয় অধিনায়কদের হ্যাটট্রিক হবে। ২০০৯ সালে প্রথম বার হায়দরাবাদের অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০১৬ সালে তাদের জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তৃতীয় অস্ট্রেলীয় হিসাবে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে পারেন কামিন্স।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটারই এদিন খেলবেন না : ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটার নেই ফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ১৫ জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেকেআর ও হায়দরাবাদে খেলেন না। অর্থাৎ, বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটার ফাইনালে খেলবেন না। একমাত্র কলকাতার রিঙ্কু সিংহ বিশ্বকাপে ভারতের রিজার্ভ দলে রয়েছেন। ১৫ জনের দলে জায়গা পাননি তিনি।

উল্লেখ্য, প্লে অফেও এই দুটো দল মুখোমুখি হয়েছিল আগে। সেই কেকেআর বনাম এসআরএইচ (kkr vs srh) ম্যাচে বড় রান বোর্ডে তুলতে পারেনি সানরাইজার্স।কেকেআর হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপরই প্রথম আইপিএল কোয়ালিফায়ার দল (ipl qualifier team)হিসেবে চলতি আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল নাইটবাহিনী। এরপর আইপিএল কোয়ালিফায়ার (ipl qualified team) জিতে ফাইনালে ওঠে হায়দরাবাদ। এরপর সব ঠিক থাকলে রবিবার চেন্নাইয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল শুরু হওয়ার কথা। তার আগে সন্ধ্যা ৭টায় টস করবেন দুই অধিনায়ক শ্রেয়স আয়ার এবং প্যাট কামিন্স।


Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla