খেলাধুলা

IPL 2023 | ষষ্ঠবারের জন্য আইপিএল কি জিততে পারবে মুম্বই? ফাইনালে মাঠে নিষিদ্ধ হতে পারেন মাহি!

IPL 2023 | ষষ্ঠবারের জন্য আইপিএল কি জিততে পারবে মুম্বই? ফাইনালে মাঠে নিষিদ্ধ হতে পারেন মাহি!
Key Highlights

লখনউকে ৮১ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেলো মুম্বই। চার মিনিট খেলা বন্ধ করার জন্য ফাইনালে মাঠের বাইরে থাকতে হতে পারে ধোনিকে।

আইপিএল (IPL)-এ পাঁচবার ট্রফি ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ষষ্ঠবারের জন্যও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সে দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। বুধবার আইপিএল ২০২৩ (IPL 2023)-এর এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ৮১ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে (Second Qualifier) পৌঁছে গেল রোহিত শর্মার (Rohit Sharma) দল। এরপর মরণ বাচন লড়াইয়ে নামতে হবে গুজরাট টাইটান্স (GT)-র বিরুদ্ধে।

গতকাল ইর্থাৎ ২৪সে মে বুধবার টস (Toss) জিতে প্রথমে ব্যাট হাতে  ২২গজের মাঠে নামে মুম্বই। প্রতিদ্বন্দ্বী দল লখনউকে চাপে ফেলার লক্ষ্য থাকলেও, ওপেনিং জুটিতে দলকে ভরসা দিতে পারেননি রোহিত শর্মা ও ঈশান কিশান (Ishan Kishan)। চতুর্থ ওভারে ১১ রান করেই  নবীন–উল–হক (Naveen-ul-Haq) -র থেকে প্রথম ধাক্কা খেয়ে মাঠ থেকে বের হন মুম্বই অধিনায়ক। অন্যদিকে, ১৫ রান  করে যশ ঠাকুর (Yash Thakur) আউট করেন ঈশানকে। তবে শুরুর দিকে ২ উইকেট হারালেও খুব তাড়াতাড়ি রান তুলে নেয় মুম্বই। পাওয়ার প্লে–র ৬ ওভারে তোলে ৬২ রান। বলা বাহুল্য, দলকে টেনে নিয়ে যান ক্যামেরন গ্রিন (Cameron Greene) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ১০.১ ওভারে ১০০ রান তুলে দেয় মুম্বই।

এরপর ১৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে জায়েন্টসরা। কিন্তু নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় লখনউ। কেবল ৩ রানের পরেই মানকড়কে মাঠচ্যুত করেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। ১৩ বলে ১৮ রান করে  কাউল মেয়ার্সকে (Kaul Meyers) আউট করেন ক্রিস জর্ডন (Chris Jordan)। এমনকি অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও (Krunal Pandya) ৮ রানের পর শিকার হন পীযূশ চাওলার (Piyush Chawla) বলে। পরপর ২ বলে আয়ুশ বাদোনি (Ayush Badoni) ও নিকোলাস পুরানকে (Nicholas Pooran) আউট করে এলিমিনেটর ম্যাচে জয় লাভ করে মুম্বই ইন্ডিয়ান্স।

অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ার (First Qualifier) ম্যাচে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে দশমবারের জন্য আইপিএলের ফাইনালে (IPL Final) পৌঁছে গিয়েছে মাহির 'ইয়েলো আর্মি' (Yellow Army) অর্থাৎ চেন্নাই সুপার কিংস (CSK)। তবে ইতিমধ্যেই খেলার জগতে জল্পনা উঠেছে যে, ফাইনালে হয়তো মাঠের বাইরেই থাকতে হবে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)।

সূত্রের খবর, আইপিএল ২০২৩ এর ফাইনালে উঠে গেলেও নিষিদ্ধ করা হতে পারে ধোনিকে। কারণ তাঁর চোট নয়, কারণ অনভিপ্রেত আচরণ! ইতিমধ্যেই চলতি আইপিএলে স্লো ওভাররেটের (Slow Over Rate) জন্য জরিমানা দিতে হয় 'ক্যাপ্টেন কুল'কে। এরপর কোয়ালিফায়ার ম্যাচে  আম্পায়ারদের (Umpiers) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে প্রায় ৪ মিনিটের জন্য খেলা বন্ধ করেছিলেন ধোনি।  মনে করা হচ্ছে যে, খেলা থামিয়ে, খেলার গতি কমিয়ে, প্রতিপক্ষকে আরও চাপে ফেলার এই স্ট্র্যাটেজি মাহিরই। যার ফলে ফাইনালে তাকে নিষিদ্ধ করা হতে পারে বলে উঠেছে জল্পনা।

গুজরাতের ইনিংসের ১৬ ওভারে ম্যাচ চলাকালীনই আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন মাহি। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যাতে  মাথিশা পাথিরানা (Mathisha Pathirana) ফের বল করতে পারে। তবে পাথিরানা ১৬ নম্বর ওভার করতে না পারলেও নির্দিষ্ট কোটারই করেছিলেন। গুজরাতের বিজয় শঙ্কর (Vijay Shankar) ও রশিদ খান (Rashid Khan) যখন ক্রিজে ছিলেন, তখনই এই কাণ্ড ঘটান ধোনি।

 আইপিএল প্লেয়িং কন্ডিশন (IPL Playing Conditions) অনুযায়ী, আট মিনিটের বেশি যদি কোনও প্লেয়ার মাঠের বাইরে থাকে  তাহলে ঠিক আট মিনিট মাঠে থাকার পরেই সে বোলিং করার অনুমতি পাবে। অনিল চৌধুরি (Anil Chowdhury) ও ক্রিস গাফানেকে (Chris Gaffaney ) ধোনি জানান, পাথিরানাকে বোলিং না করানো ছাড়া আর কোনও উপায় ছিলোনা তাঁর কাছে। কিন্তু এই সব করতে করতেই  চার মিনিট পার হয়ে যায়। ফলে বিসিসিআই মাহির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় তারই অপেক্ষা। তবে যদি কথা মতো এটাই ধোনির শেষ আইপিএল হয় আর ফাইনালে তাকে মাঠের বাইরে থাকতে হয়, তাহলে বেশ হতাশই হবে ক্রিকেট প্রেমীরা।


Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা
IPL Auction 2025 | আইপিএল ২০২৫র নিলামে রেকর্ড ঋষভ পন্থের! ২৭ কোটিতে কিনলো লখনউ
Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla