IPL 2023 Final | আইপিএল জয়ী সিএসকে! 'পরিস্থিতি অনুযায়ী অবসর করা উচিত' বলে মন্তব্য মাহির! হেরেও দুঃখ নেই ধোনি ভক্ত হার্দিকের!

Tuesday, May 30 2023, 7:39 am
highlightKey Highlights

শেষ বলে চার মেরে ২০২৩ এর আইপিএলের ট্রফি জিতে নিলো চেন্নাই সুপার কিংস। অবসর নিয়ে ফের মন্তব্য করলেন ধোনি।


পঞ্চমবারের জন্য আইপিএল-এর (IPL) ট্রফি ছিনিয়ে নিয়ে গেলো ইয়েলো ব্রিগেড তথা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সোমবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)  সিএসকে বনাম  গুজরাট টাইনট্যান্স-এর (Gujrat Titans) আইপিএল ফাইনাল (IPL Final) ম্যাচ ছিল টানটান উত্তেজনা এবং নাটকে ভরপুর।

পঞ্চমবারের জন্য আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস
পঞ্চমবারের জন্য আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস

শেষ ওভারে ম্যাচ জিততে ১৪ রান তুলতে হতো চেন্নাই সুপার কিংসকে। বোলার মোহিত শর্মা (Mohit Sharma)। প্রথম চার বলে চার রান খরচ করেন হরিয়ানার পেসার। তখন ২ বলে ১০ রান বাকি চেন্নাইয়ের। খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আরও উত্তেজনা বাড়িয়ে পঞ্চম বলে ছক্কা মেরে দিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। শেষ বল, এই বলেই ঠিক হবে দুই দলের ভাগ্য। চার রান না করতে পারলেই আইপিএল জয়ী হবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। তবে নাটকীয় পরিস্থিতিতে শেষ বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন জাড্ডু। বাউন্ডারির বাইরে বল পাঠাতেই মাঠে দৌড়ে আসেন চেন্নাইয়ের ক্রিকেটারেরা। উচ্ছাসে লাফিয়ে ওঠেন সুপার কিংস সমর্থকরা। তবে ধোনিকে (Mahendra Singh Dhoni) দেখা গেল ডাগ আউটে নির্লিপ্ত মুখে বসে থাকতে। হয়তো ক্যাপ্টেন কুলও বুঝতে পেরেছেন, খুব সামান্যর জন্যই আইপিএল জয়ীর খেতাব জিততে পেরেছে 'থালা'র দল।  পাশাপাশি ব্যথা রয়েছে তার হাটুতেও।

Trending Updates
 শেষ বলে বাউন্ডারি মারলেন রবীন্দ্র জাডেজা
শেষ বলে বাউন্ডারি মারলেন রবীন্দ্র জাডেজা

কিছুক্ষন পরেই মাঠে দেখা গেলো মাহিকে। ৪১-এর ধোনি একবার তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠ তুলে দেখালেন জাদেজার দিকে। এদিকে জাদেজা ততক্ষণে পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ের ডাগ আউটের সামনে। বাঁ হাতি অলরাউন্ডার ঝাঁপিয়ে পড়লেন অধিনায়কের বুকে। সঙ্গে সঙ্গে সেই অধিনায়কই কোলে তুলে নিলেন জাদেজাকে। এই ঘটনা কোন ছুঁয়ে যায় দলের খেলোয়াড়-সহ দর্শকদেরও। হয়তো এমন দৃশ্যের জন্যই অপেক্ষায় ছিলেন চেন্নাই ভক্তরা। ধোনি আর জাদেজার সৌহার্দ্য বিনিময় নিমেষে মুছে দিল এতদিন ধরে দুই খেলোয়াড়ের চলা ঠান্ডা লড়াইয়ের জল্পনা।

জাদেজাকে কোলে তুলে নিলেন ধোনি
জাদেজাকে কোলে তুলে নিলেন ধোনি

অন্যদিকে, ১৬তম আইপিএল ট্রফি একটুর জন্য হাত ছাড়া হওয়ার পরেও ম্লান হলোনা গুজরাটের অধিনায়ক হার্দিক পাণ্ড্যর হাসি। হেরেও যেন খুশি তিনি। শেষ বলে এসে হারের পর অধিনায়ক বলেন, যদি হারতেই হয় তাহলে ধোনির বিরুদ্ধে হারা ভালো। সঙ্গে নিজের দলের দুর্দান্ত পারফর্মেন্সের প্রশংসাও করলেন হার্দিক।

১৬তম আইপিএল ট্রফি জয় চেন্নাইয়ের
১৬তম আইপিএল ট্রফি জয় চেন্নাইয়ের

আমি ধোনির জন্য খুশি। যদি হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল। আমাদের দল সব জায়গায় ভাল খেলেছে। যে ভাবে লড়াই করেছে দল, তাতে আমি গর্বিত। আমাদের একটাই লক্ষ্য ছিল, জিতলে একসঙ্গে জিতব, হারলে একসঙ্গে হারব। কোনও অজুহাত দেব না এই হারের।

হার্দিক পাণ্ড্য, গুজরাট টাইট্যান্স অধিনায়ক
হারলে ধোনির কাছে হারা ভালো বলে বক্তব্য হার্দিকের
হারলে ধোনির কাছে হারা ভালো বলে বক্তব্য হার্দিকের

গুজরাট অধিনায়ককে ২০২৩ এর আইপিএলে তাঁর দলের সব থেকে ভালো খেলোয়াড়দের নাম জিজ্ঞেস করলে তিনি নাম নেন সাই সুদর্শনের (Sai Sudarshan), মোহিত শর্মার (Mohit Sharma), রশিদ খানের (Rashid Khan)।

রশিদ খান-সহ দলের একাধিক খেলোয়াড়ের প্রশংসা
রশিদ খান-সহ দলের একাধিক খেলোয়াড়ের প্রশংসা

সাই সুদর্শনের নাম নিতেই হবে। এই ভাবে খেলা খুব সহজ নয়। আমরা সকলকেই সাহায্য করার চেষ্টা করেছি। দলের সকলের থেকে সেরাটা বার করে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রতিটা ক্রিকেটারের ভাল খেলার কৃতিত্ব তাদের নিজেদের। মোহিত (শর্মা), রশিদ (খান), (মহম্মদ) শামিরা যে ভাবে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে, তা অকল্পনীয়।

হার্দিক পাণ্ড্য, গুজরাট টাইট্যান্স অধিনায়ক
হার্দিকের প্রশংসা মোহিত শর্মাকে নিয়েও
হার্দিকের প্রশংসা মোহিত শর্মাকে নিয়েও

প্রসঙ্গত, চেন্নাইয়ের জয়ের পরেও সমর্থকদের মনে রয়েছে কিছুটা দুঃখ। কেবল চেন্নাই সমর্থকদেরই নয়, মন ভার ক্রিকেটপ্রেমী তথা মাহি ভক্তরা। আগেই একবার ঘোষণা করেছিলেন, ২০২৩ এর আইপিলই তার শেষ আইপিএল। এমনকি প্রত্যেকটা ম্যাচও খেলেছেন এমনইভাবে যাতে এটাই তার কেরিয়ারের শেষ আইপিএল। তবে এই নিয়েই নানান জল্পনা রয়েছে, আর সেই জল্পনা বৃদ্ধি করেছেন খোদ মহেন্দ্র  সিং ধোনি। একবার তিনি বলেছেন, এটাই তাঁর শেষ আইপিএল। আবার কখনও বলেছেন, চেন্নাইয়েই থাকবেন থালা। তবে মাঠে নেমে খেলবেন নাকি অন্য কোথাও, নতুন ভূমিকায় সেই ব্যাপারে কিছু নিশ্চিত হয়নি। আইপিএল ২০২৩ এর  সোমবার রিজার্ভ ডের (IPL Reserve Day) ম্যাচ শেষে ধোনি আবারও তাঁর অবসর নিয়ে বক্তব্য করেন, আর তাতেই আরও মন খারাপ হয়ে যায় মাহি ভক্তদের। ধোনি বলেন, তাঁর অবসর ঘোষণা করে দেওয়া উচিত, কিন্তু মন চাইছে আরও একটা মরশুম খেলতে। তবে সবটাই তাঁর শরীরের ওপর নির্ভর করছে বলেও জানান থালা।

আইপিএল শেষে ফের অবসরের কথা মাহির মুখে
আইপিএল শেষে ফের অবসরের কথা মাহির মুখে

পরিস্থিতি বলছে, আমার অবসর ঘোষণা করা উচিত। কিন্তু এখনও অন্তত ৯ মাস বাকি রয়েছে, মন চাইছে, আরও একটা মরসুম খেলব। তবে সবটাই নির্ভর করছে শরীরে ওপর। আমার কাছে অন্তত ৯ মাস বাকি রয়েছে ভাবার জন্য। এই সময়টা নিজেকে উপহার দিচ্ছি। যে ভালোবাসা পাচ্ছি, আমাকে ভাবতেই হবে।

মহেন্দ্র সিং ধোনি
পরিস্থিত অনুযায়ী অবসর নেওয়া উচিত বলে বক্তব্য ধোনির
পরিস্থিত অনুযায়ী অবসর নেওয়া উচিত বলে বক্তব্য ধোনির

উল্লেখ্য, চলতি বছরের আইপিএলে ৮৯০ রান করে কমলা টুপি (Orange Cap) জিতে নিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। তিনটি শতরান করেছেন তিনি। বিরাট কোহলিও করেছেন তিনটি শতরান করার খেলোয়াড়দের তালিকায়। এ বারের প্রতিযোগিতায় শতরান হয়েছে মোট ১২টি। এর আগে কোনও বছর আইপিএলে এতগুলি শতরান হয়নি। এর পূর্বে ২০২২ সালে ৮টি শতরান হয়েছিল। সেটাই এতদিন ছিল সর্বোচ্চ রেকর্ড। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০১৬ সালের ৭টি শতরান।

৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন শুভমন গিল
৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন শুভমন গিল

কেবল শতরানই নয়, সব থেকে বেশি অর্ধ শতরানও হয়েছে এ বছর আইপিএলে। এ বার মোট ১৫৩টি অর্ধ শতরানের ইনিংস খেলেছেন আইপিএল ২০২৩ এর ক্রিকেট খেলোয়াড়রা। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২২ সালের ১১৮টি অর্ধ শতরানের ইনিংস।

এ বছর আইপিএলে সব থেকে বেশি শতরান, অর্ধ শতরান হয়েছে
এ বছর আইপিএলে সব থেকে বেশি শতরান, অর্ধ শতরান হয়েছে

এই বছর আইপিএলে দলগুলি সব থেকে বেশি ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছে। ১৬তম আইপিএলে ৩৭টি ইনিংসে ২০০ বা তার বেশি রান উঠেছে। যা আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি। এ বারের আইপিএলে আট বার দলগুলি ২০০ বা তার বেশি রান তাড়া করে সফল হয়েছে। তার মধ্যে চার বার সাফল্যের সঙ্গে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

১৬তম আইপিএলে ৩৭টি ইনিংসে ২০০-র বেশি রান উঠেছে
১৬তম আইপিএলে ৩৭টি ইনিংসে ২০০-র বেশি রান উঠেছে

মুম্বই ইন্ডিয়ান্সই চার বার সাফল্যের সঙ্গে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করেছে। আইপিএলের ইতিহাসে এটাও নতুন নজির। ২০১৪ সালে তিন বার ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে সফল হয়েছিল দলগুলি। সেই রেকর্ডও এ বার ভেঙে গেল। ২০১০, ২০১৮ এবং ২০২২ সালে এমন ঘটনা ঘটেছিল দু’বার করে। ২০২৩ এর আইপিএলে প্রথম ইনিংসে উঠেছে গড়ে ১৮৩ রান। গড়ে এত রান আগে কখনও ওঠেনি। ২০১৮ সালের প্রতিযোগিতায় প্রথম ইনিংসের গড় রান ছিল ১৭২। সেটাই ছিল এত দিনের সর্বোচ্চ রেকর্ড। ২০২২ সালে প্রথম ইনিংসে গড়ে উঠেছিল ১৭১ রান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File