IPL 2022: শেষ হাসি কে হাসে! নজরে CSK বনাম PBKS
বর্তমানে পঞ্জাব কিংস (Punjab Kings) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)পয়েন্ট তালিকায় যথাক্রমে ৮ ও ৯ নম্বর স্থানে রয়েছে। দেখা যাক আজকের হাসি কে হাসে!
পঞ্জাব কিংস (Punjab Kings) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বর্তমানে পয়েন্ট তালিকায় যথাক্রমে ৮ ও ৯ নম্বর স্থানে আছে। দুই দলেই রয়েছে একাধিক নাম করা প্লেয়ার, বিগ হিটার থাকা স্বত্বেও কিন্তু ম্যাচে ক্লিক করতে পারছে না কোনও দলই। টেবিলের উপরের দিকে উঠতে সোমবার মুখোমুখি হচ্ছে এই দুই দল।
দুই দলের কাছেই চলতি IPL-এ এটা অষ্টম ম্যাচ। পঞ্জাবের ব্যাটিংয়ে গভীরতা থাকলেও বোলিংয়ের অবস্থা ভালো নয়। অন্যদিকে চেন্নাইয়ের কোনও বিভাগই দাঁড়াতে পারছে না। এই ম্যাচে CSK কিছুটা এগিয়ে থেকে নামবে। তার প্রধান কারণ অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ধোনি একওভারে যেভাবে উড়িয়ে দিলেন তাতে দলের বাকিরা বাড়তি অক্সিজেন পেয়েছেন যে তা বলাই যায়। তবে দলের চিন্তা এখনও থাকবে ঋতুরাজের জন্য।
দুই দলের কাছেই পাওয়ার প্লে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। CSK গত কয়েকম্যাচে পাওয়ার প্লে-তে উন্নতি করেছে। অন্য়দিকে PBKS মাঝের ওভারের দিকে উইকেট হারিয়ে ফেলছে।
দুই দলের সম্ভাব্য একাদশ
পঞ্জাব কিংস (PBKS)
ময়ঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, ওডেন স্মিথ, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা, অর্শদীপ সিং
চেন্নাই সুপার কিংস (CSK)
ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ ঠিকশানা, মুকেশ চৌধুরি
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল ২০২২
- আইপিএল