IPL 2020 : কেকেআর থেকে ভারতীয় দলের ফিজিও প্রধান কমলেশ জৈন!

Thursday, May 19 2022, 10:11 am
highlightKey Highlights

২০১২ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত থাকা কমলেশ জৈন ভারতীয় দলের হেড ফিজিও হয়ে যেতে পারেন।


ভারতীয় দলের (Indian Cricket Team) হেড ফিজিও হয়ে যেতে পারেন কেকেআরের (KKR) বর্তমান ফিজিও কমলেশ জৈন। যিনি কি না ২০১২ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়, বোর্ড সচিব জয় শাহ এবং এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman), প্রত্যেকেই কেকেআরের হয়ে কমলেশ জৈনের পারফরম্যান্সে খুশি। কমলেশের সঙ্গে সব কিছু পাকা হয়ে গেলে তিনি নীতিন প্যাটেলের জায়গায় আসবেন।

physiotherapy
physiotherapy

২০১৯ সাল থেকে ভারতীয় দলের ফিজিও হিসাবে কাজ করে এসেছেন নীতীন প্যাটেল। সম্প্রতি তিনি ভারতীয় দলের ফিজিওর পদ ছেড়ে এনসিএ’র স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নিচ্ছেন। আসলে বিসিসিআই (BCCI) এখন এনসিএতে বেশি জোর দিতে চাইছে, যাতে চোট পাওয়া ক্রিকেটারদের দ্রুত সুস্থ করে তোলা যায়। সূত্রের খবর অনুযায়ী, সব ঠিক থাকলে নীতীনের জায়গাতেই আসতে পারেন কমলেশ।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File