নিরাপত্তা রক্ষীর আঘাতে মৃত স্কুল ছাত্রী, ইরানে নতুন করে ছড়াচ্ছে ক্ষোভের আগুন

Thursday, October 20 2022, 5:42 pm
highlightKey Highlights

ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে ইরানের বিক্ষোভ। ইরান পুলিশের বিরুদ্ধে এই বিক্ষোভে অংশগ্রহণকারী এক স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল।


নিরাপত্তা বাহিনী ইরানের শাসনের সমর্থনে গান গাইতে নির্দেশ দেয় স্কুলের ছাত্রীদের। নির্মম ঘটনাটি আরদাবিলের একটি মেয়েদের স্কুলে হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর নির্দেশ মানতে অস্বীকার করে ছাত্রীরা। এরপরেই ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষীরা ছাত্রীদের ওপর হামলা করে। তাঁদের মারধর করেন। ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা রক্ষীদের মারে ছাত্রীর মৃত্যু, বিক্ষোভের জেরে মৃত্যু হয় একাধিক কিশোরীর

ইরান প্রশাসন ওই ছাত্রী মৃত্যুর ঘটনায় নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। ইরানের সরকারি টেলিভিশনে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, স্কুল ছাত্রীটির জন্ম থেকেই হৃদরোগের সমস্যা ছিল। সেই কারণে ছাত্রীটির মৃত্যু হয়েছে। ছাত্রীটির মৃত্যুর পর রবিবার ইরানের শিক্ষক ইউনিয়নের তরফে ঘটনার নিন্দা করা হয়েছে। ছাত্রীদের ওপর নিরাপত্তা রক্ষীদের হামলাকে অমানবিক বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, ১৩ তারিখের ঘটনায় নিরাপত্তা রক্ষীদের হামলায় সাত জন ছাত্রী আহত হয়েছেন। ১০ জন ছাত্রীকে ইরানের নিরাপত্তা রক্ষী গ্রেফতার করেছে।

Trending Updates

ইরান ভিত্তিক মানবাধিকার সংগঠন রাভিনা শামদাসানি জানিয়েছেন, ইরানের সাতটি প্রদেশে নিরাপত্তা রক্ষীদের অভিযানে কমপক্ষে ২৩জন শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। বহু শিশু ও কিশোর আহত হয়েছে। ইরান প্রশাসন যত কঠোরভাবে বিক্ষোভ দমানো চেষ্টা করছেন, বিক্ষোভ তত জোরদার হচ্ছে। আন্তর্জাতিক মহলের একাংশ যদিও মনে করছে, এই বিক্ষোভ অত্যন্ত শক্তিশালী ও স্বতস্ফূর্ত হলেও ইরান সরকারের পতনের কোনও সম্ভাবনা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File