Badminton Asia Team Championship | এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লেন সিন্ধু - আনমোলরা!

Sunday, February 18 2024, 12:48 pm
highlightKey Highlights

এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল।


ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ (Badminton Asia Championships) ফাইনালে জয় এনে ইতিহাস গড়লেন পি ভি সিন্ধুরা! এই প্রথম এশিয়া চ্যাম্পিয়নশিপে জয় পেল মহিলা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা (Indian Badminton Players)। এদিন থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ভারত। এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত বনাম থাইল্যান্ড (India vs Thailand) ম্যাচে জয় এনে ' নায়ক ' হলেন ১৭ বছরের আনমোল।

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ফাইনাল :

Trending Updates

রবিবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ (Badminton Asia Championships) এর ভারত বনাম থাইল্যান্ড (India vs Thailand) ফাইনালের শুরুটা দারুণ করেন সিন্ধু। প্রথম ম্যাচে পিভি সিন্ধু (PV Sindhu Match) সিঙ্গলসে জিতে যান। সেই ধারা ডাবলসেও বজায় রাখেন ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ। ডাবলসে জিতে পাঁচ ম্যাচের ফাইনালে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু পরের দুটি ম্যাচে হেরে যায় ভারত। তার জেরে পাঁচ ম্যাচের ফাইনালের স্কোর দাঁড়ায় ২-২। আর পঞ্চম ম্যাচেই নিজের জাদু দেখান আনমোল।

প্রথম সিঙ্গলস: সুপানিদা কাটেথংকে ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে দেন পিভি সিন্ধু। ম্যাচে পিভি সিন্ধু (PV Sindhu Match) এর জয়ে ফাইনালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

প্রথম ডাবলস: জংকোলফান কিটিখারাকুল এবং রাওয়িন্দা প্রা জংজাইকে ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারিয়ে দেন ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয় সিঙ্গলস: বুসানান ওঙ্গাবামপুরংফানের কাছে ১১-২১, ১৪-২১ ব্যবধানে হেরে যান অস্মিতা চালিহা। ২-১ ব্যবধানে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় ডাবলস: বেনয়াপা আইমসার্দ এবং মুনুটাকরণ আইমসার্দের কাছে ১১-২১, ৯-২১ ব্যবধানে হেরে যান প্রিয়া কোনজেংবাম এবং শ্রুতি মিশ্র। তার ফলে ২-২ হয়ে যায় ফাইনালের স্কোর।

তৃতীয় সিঙ্গলস এবং নির্ণায়ক ম্যাচ: পর্নপিচ চইকিওঙ্গকে ২১-১৪, ২১-৯ ব্যবধানে হারিয়ে দেন আনমোল খারব। সেইসঙ্গে ৩-২ ব্যবধানে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে যায় ভারত। ছিনিয়ে নেয় ঐতিহাসিক সোনা।

উল্লেক্ষ্য, এশিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের (Indian Badminton Players) মধ্যে জয়ের ‘নায়ক’ হয়ে থাকলেন ১৭ বছরের আনমোল। শনিবার সেমিফাইনালে জাপানের বিরুদ্ধেও ২-২ অবস্থায় ভারতকে জিতিয়েছিলেন আনমোল। তাঁর প্রতিপক্ষ একটা সময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে ছিলেন। তার আগে চিনের বিরুদ্ধে ২-২ অবস্থায় যে খেলোয়াড়কে হারিয়েছিলেন আনমোল, তাঁর বিশ্ব র‍্যাঙ্কিং হল ১৪৯। এরপর রবিবার ফাইনালে থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু, আনমোল খারব, গায়ত্রী গোপীচাঁদ পুল্লেলারা ইতিহাস রচনা করলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File